Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ৫৫ দিন কেটে গেল, জঙ্গিরা কোথায়? অভিষেকের ৬ তীব্র প্রশ্নে কোণঠাসা কেন্দ্র!
রাজ্য

৫৫ দিন কেটে গেল, জঙ্গিরা কোথায়? অভিষেকের ৬ তীব্র প্রশ্নে কোণঠাসা কেন্দ্র!

abhishek Banerjee
Email :39

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ৫৫ দিন পার হয়ে গেল। এখনও অধরা সেই ঘটনায় জড়িত চার জঙ্গি। এবার এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক্স-এ (পূর্বতন টুইটার) তিনি এই প্রশ্নগুলোর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন।

প্রথম প্রশ্ন, পহেলগাঁওয়ে পর্যটকদের উপর যে হামলা হয়েছিল, সেই ঘটনার পরেও এখনও কেন ধরা পড়ল না সেই চার জঙ্গি? কোথায় গেল তারা? কেন তাদের সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য দিচ্ছে না কেন্দ্র?

দ্বিতীয় প্রশ্ন, সেই চার জঙ্গি কি এখনও বেঁচে আছে, না তারা মারা গেছে? কেন্দ্রের তরফে কোনও তথ্য না দেওয়ায় জনমনে প্রশ্ন বেড়েই চলেছে।

তৃতীয় প্রশ্ন, এই জঙ্গিরা কীভাবে ভারতের সীমান্ত পেরিয়ে ভিতরে ঢুকে পড়ল? সীমান্তে কি এতটাই ফাঁকফোকর রয়েছে? সীমান্ত নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক (Abishek Banerjee)।

চতুর্থ প্রশ্ন, পাক অধিকৃত জম্মু-কাশ্মীর (PoK) কবে পুনরুদ্ধার করা হবে? অভিষেক বারবারই বলে আসছেন, এ বিষয়ে শুধু বড় বড় কথা না বলে কাজের প্রমাণ দেওয়া হোক।

পঞ্চম প্রশ্ন, ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন, তার কোনও জবাব কেন দেয়নি ভারত সরকার? (Abhishek Banerjee)

ষষ্ঠ প্রশ্ন, সম্প্রতি দেশের প্রতিনিধি দল বিদেশ সফরে গিয়েছে। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য দেশ ভারতের পাশে কতটা দাঁড়িয়েছে? এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি বলেই অভিযোগ অভিষেকের  (Abhishek Banerjee)।

এই প্রশ্নগুলি অভিষেক আগেও দিল্লিতে একটি বৈঠকে তুলেছিলেন। তিনি দাবি করেছেন, পাকিস্তান যেভাবে ভারতের বিরুদ্ধে একের পর এক জঘন্য কাজ করছে, তা আর মেনে নেওয়া যায় না। তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিকবার দাবি করেছেন, “এখন সময় এসেছে পাকিস্তানকে তাদের ভাষায় জবাব দেওয়ার।”

৫৫ দিন পেরিয়ে যাওয়ার পর, পহেলগাঁও হামলা নিয়ে আবারও সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের নিরাপত্তা এবং কেন্দ্রের দায়বদ্ধতা নিয়ে জনমানসে তৈরি হওয়া প্রশ্নকে সামনে এনে চাপে রাখলেন কেন্দ্রীয় সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts