ফ্রান্স (France) সরকার আগামী ১ জুলাই থেকে শিশুদের উপস্থিতিতে ধূমপান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা থাকবে সমুদ্রতট, পার্ক, বাসস্ট্যান্ড, স্কুলের বাইরের এলাকা এবং ক্রীড়া ময়দানের মতো খোলা জায়গাগুলিতে।
দেশটির (France) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ক্যাথরিন ভত্রাঁ এক সাক্ষাৎকারে জানান, “যেখানে শিশু আছে, সেখানে তামাকের কোন স্থান নেই।” তিনি বলেন (France), “ধূমপানের স্বাধীনতা শেষ হয়, যখন শিশুর বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার অধিকার শুরু হয়।”
এই নতুন আইন অনুযায়ী কেউ এই নিয়ম ভাঙলে তাকে ১৩৫ ইউরো (প্রায় ১৩,০০০ টাকা) পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
যদিও ক্যাফের বাইরের টেরেসে ধূমপান নিষিদ্ধ করা হবে না এবং ই-সিগারেটও এই নিয়মের বাইরে থাকবে ।
ফ্রান্সে ধূমপান এখনও বড় একটি জনস্বাস্থ্য সমস্যা। প্রতিবছর প্রায় ৭৫,০০০ মানুষের মৃত্যু হয় তামাকের কারণে। এদিকে, এক জরিপে দেখা গেছে, দেশটির ৬২ শতাংশ মানুষ খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করার পক্ষে।
এই সিদ্ধান্তকে ধরা হচ্ছে ফ্রান্সে জনস্বাস্থ্যের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে।