আগেই ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) । সেই মতো আজও ১৫ ডিগ্রির ঘরে নামল কলকাতার পারদ। শহরের উপর দিয়ে বইছে মৃদু উত্তুরে হাওয়া, ফলে সকাল থেকেই ঠান্ডার হালকা শিরশিরানি টের পেয়েছেন শহরবাসী (Weather Update)। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৫ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতরের মতে, পরবর্তী কয়েক দিন কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে (Weather Update)।
জেলাগুলিতেও সকালের ঠান্ডা আরও স্পষ্ট। বীরভূম ও বাঁকুড়ায় তাপমাত্রা নেমেছে ১১-১২ ডিগ্রিতে, কোচবিহার ও আলিপুরদুয়ারে পারদ ১০ ডিগ্রিতে (Weather Update)। দার্জিলিংয়ে ঠান্ডা এখনই জমে উঠেছে, সেখানকার তাপমাত্রা নেমেছে প্রায় ৫ ডিগ্রিতে। তবুও আবহাওয়াবিদরা বলছেন, জাঁকিয়ে শীত নামতে আরও কিছুটা সময় লাগবে। আপাতত আকাশ পরিষ্কার থাকলেও ভোরবেলায় কুয়াশা থাকবে বেশ কিছু জায়গায়।
আগামী সাত দিনে তাপমাত্রায় খুব বেশি ওঠানামা হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সর্বনিম্ন তাপমাত্রা বেশির ভাগ দিনই স্বাভাবিকের কাছাকাছি বা তার নিচে থাকবে। আপাতত উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত থাকায় শীতের পর্ব কয়েক দিন ধরে বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শীত আরও বেশি। দার্জিলিংয়ে আগামী সপ্তাহ জুড়ে তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের সমতল অঞ্চল মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। এ ছাড়া আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে বলে আশঙ্কা।












