Shopping cart

TnewsTnews
  • Home
  • অফবিট
  • Viral News: ‘মা’ নয়, চাই গয়না! মায়ের চিতায় শুয়ে গয়নার দাবি ছেলের
ভাইরাল

Viral News: ‘মা’ নয়, চাই গয়না! মায়ের চিতায় শুয়ে গয়নার দাবি ছেলের

Email :17

রাজস্থানের কোটপুতলি-বেহরোর একটি গ্রামে ঘটল এক অদ্ভুত ও লজ্জাজনক ঘটনা (Viral News)। মৃত মায়ের শেষকৃত্যের মুহূর্তে এক ছেলে এমন কাণ্ড করল, যা দেখে হতবাক গ্রামবাসী ও পরিবারের সদস্যরা (Viral News)।

ঘটনাটি ঘটেছে ৩ মে, লীলা কা বাস কি ঢানি গ্রামে। মৃতার নাম ভুরি দেবী। সাত ছেলের মধ্যে ছয়জন একইসঙ্গে থাকলেও পঞ্চম ছেলে ওমপ্রকাশ আলাদা থাকেন (Viral News) এবং দীর্ঘদিন ধরে তার ভাইদের সঙ্গে জমি ও সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল (Viral News)। ভুরি দেবীর মৃত্যুর পর নিয়মমাফিক তাঁর গায়ে থাকা গয়নাগুলো এনকি রুপার বালা ঘরের রীতি মেনে খুলে নেওয়া হয় এবং তা বড় ছেলে গিরধারীর হাতে দেওয়া হয়।

কিন্তু তখনই কাণ্ড শুরু করলেন ওমপ্রকাশ। শবদাহের সময় তিনি চিতার কাঠের উপর গিয়ে শুয়ে পড়েন এবং চিৎকার করে বলতে থাকেন—“আমায় মায়ের গয়না দাও, তা না হলে দাহ করতে দেব না!”

গ্রামবাসী ও আত্মীয়স্বজন বহুবার বুঝিয়েও তাঁকে থামানো যায়নি। প্রায় দু’ঘণ্টা ধরে এই নাটক চলে শ্মশানে, শেষে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, গয়নাগুলি এনে ওমপ্রকাশকে দেওয়া হয়। তবেই শেষকৃত্য সম্পন্ন হয়।

ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, “এটা নতুন লজ্জা”, কেউ আবার বলছেন, “সম্পত্তির লোভ কীভাবে একজনকে অমানবিক করে তোলে, এরই প্রমাণ এই ঘটনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts