Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • Vicky Kaushal: ভিকি কৌশলের জীবনে এল ক্যাটরিনা! ৬ বছর পরেও একা, ডিপ্রেশনে ভুগছেন প্রাক্তন প্রেমিকা!
বিনোদন

Vicky Kaushal: ভিকি কৌশলের জীবনে এল ক্যাটরিনা! ৬ বছর পরেও একা, ডিপ্রেশনে ভুগছেন প্রাক্তন প্রেমিকা!

Email :5

সব প্রেমকাহিনি যে সিনেমার মতো ‘হ্যাপি এন্ডিং’ পায় না, তা ফের একবার প্রমাণ করল বলিউড। চোখে স্বপ্ন, হৃদয়ে ভালোবাসা—সবই ছিল (Vicky Kaushal )। কিন্তু শেষমেশ থেকেছে শুধুই বিচ্ছেদের গল্প।

আজ ভিকি কৌশল (Vicky Kaushal ) বলিউডের হটেস্ট হ্যান্ডসাম হিরোদের একজন। ক্যাটরিনা কাইফের সঙ্গে রাজকীয় বিয়ের পর তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত যেন পরী-কথার মতো। কিন্তু জানেন কি, ক্যাটরিনা ছিলেন না ভিকির (Vicky Kaushal ) প্রথম প্রেম?

ভিকির জীবনে একসময় এসেছিলেন অভিনেত্রী হারলিন সেঠি। সেই সময় ভিকি ছিলেন পুরোপুরি হারলিনের প্রেমে মজে। মুম্বইয়ের এক পার্টিতে প্রথম দেখা—সেখান থেকেই শুরু হয় রোমান্স। একে অপরের কাজের প্রশংসা, একসঙ্গে প্রচারে যাওয়া, খোলাখুলি ভালোবাসার স্বীকারোক্তি—সব ছিল। ভিকির ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং হারলিনের ‘ব্রোকেন বাট বিউটিফুল’—দু’জনই দু’জনের পাশে ছিলেন সবসময়।

কিন্তু ২০১৯ সালেই ভাঙল প্রেম। হারলিন ইনস্টাগ্রামে ভিকিকে আনফলো করলেন, মিডিয়ায় গুঞ্জন উঠল—ভিকির জীবনে এসেছেন ক্যাটরিনা কাইফ। সেই থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি, শেষমেশ সম্পর্কের ছেদ।

বিশেষত এই ব্রেকআপ হারলিনের জীবনে রীতিমতো ধাক্কা হয়ে আসে। বলিউড সূত্র বলছে, তিনি হতাশায় ভুগেছেন, কাজেও মন দিতে পারেননি দীর্ঘ সময়। অন্যদিকে, ভিকি বরাবরই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন—কখনও প্রকাশ্যে হারলিনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কিছু বলেননি।

হারলিন যদিও এক সাক্ষাৎকারে বলেন, “আমি ভেঙে পড়িনি। কিন্তু এটা কষ্টের যে সবাই আমাকে শুধুই ‘ভিকির প্রাক্তন’ বলে ডাকে।” তিনি আরও জানান, একা থাকার সিদ্ধান্তটা আজও তাঁর জীবনে থেকে গেছে। ৬ বছর কেটে গেলেও এখনও সিঙ্গল হারলিন, আর ভিকি আজ সুপারস্টার ক্যাটরিনার হাসব্যান্ড।

বলিউডের এই ‘ব্রোকেন লাভ স্টোরি’ ফের প্রমাণ করল—গ্ল্যামার যতই থাকুক, প্রেমের আঘাত কিন্তু সবাইকেই কাঁদায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts