নিশানা করে ভারতের সেনা ছাউনিগুলিতে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান (India Pakistan tension), তবে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেই চক্রান্ত ব্যর্থ করে দেয় (India Pakistan tension)। উত্তর ও পশ্চিম সীমান্তে সেনা ছাউনিগুলির দিকে ড্রোন ও মিসাইল পাঠানোর চেষ্টা করে পাক সেনা (India Pakistan tension), কিন্তু এস-৪০০ সহ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের ঠেকিয়ে দেয় (India Pakistan tension)। এর ফলে কার্যত ভেঙে পড়েছে পাকিস্তানের হামলার পরিকল্পনা (India Pakistan tension)।
বুধবার সন্ধ্যার পর জম্মুতে আচমকা ব্ল্যাকআউট এবং সাইরেনের শব্দে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর অনুযায়ী, ৫ থেকে ৭টি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। সন্দেহ করা হচ্ছে, ফের ড্রোন বা মিসাইলের মাধ্যমে ভারতের ভূখণ্ডে আঘাত হানার চেষ্টা করেছে পাকিস্তান। এরপরই জম্মুতে হাই অ্যালার্ট জারি হয়। সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়।
একইসঙ্গে, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে কুপওয়ারাসহ একাধিক সীমান্তবর্তী এলাকায় শেলিংয়ের তীব্রতা বাড়িয়েছে পাক সেনা। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এটি পাকিস্তানের নতুন কৌশল – সীমান্তে উত্তেজনা তৈরি করে অন্যত্র বড় ধরনের হামলার পরিকল্পনা থাকতে পারে।
এদিন সকালে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। তিনি ড্রোন হামলার বিরুদ্ধে প্রত্যাঘাত এবং ভারতের সামরিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। প্রধানমন্ত্রী পাকিস্তানের দিক থেকে চালানো আক্রমণ, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের ভূমিকা, এবং বর্তমানে কোথায় কোথায় এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে – সেইসব বিষয়ে খোঁজখবর নেন বলে সূত্রের দাবি।