Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • Pakistan Air defense System: ভারতের ড্রোন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত লাহোরে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম
বিদেশ

Pakistan Air defense System: ভারতের ড্রোন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত লাহোরে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম

Email :3

ড্রোন হামলার পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম (Pakistan Air defense system) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। ইসলামাবাদ সূত্রে জানা গিয়েছে, লাহোরে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ইউনিট HQ-9 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে (Pakistan Air defense system) । সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ভারতের ড্রোন হামলার জেরেই পাকিস্তানের এয়ার ডিফেন্স ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়েছে (Pakistan Air defense system) । চিন থেকে আনা হয়েছে HQ-9 প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো (Pakistan Air defense system) নিয়ে এসেছিল পাকিস্তান। হারপিত ড্রোনের সাহায্যে লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেওয়া। অন্যদিকে, পাকিস্তানের তরফে জানানো হয়েছে, অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তান ভারতের মোট ১২টি ড্রোনকে ভূপতিত করেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হয় ভারতে। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছেন, অপারেশ সিঁদুরে শতাধিক জঙ্গি নিহত হয়েছে। পাশাপাশি স্পষ্ট করা হয়েছে, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। গোপনে কাজ করছে। তবে প্রতিরক্ষা খাতে নিরাপত্তার জন্য সমস্ত তথ্য প্রকাশ্যে আনা সম্ভব হচ্ছে না। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা অপারেশন সিঁদুরের অংশ কি না জানা যায়নি। তবে এবিপি নেটওয়ার্কের তরফে জানানো হয়েছে, ভারত রাওয়ালপিন্ডির এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে। অমৃতসরকে লক্ষ্য করে পাকিস্তান হামলা চালানোর ছক কষে। পাকিস্তানের সেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় রাশিয়া থেকে আনা এস-৪০০ অ্যান্টি মিশাইল সিস্টেম। বেঁচে যায় অমৃতসর। তারপরেই ভারত পাকিস্তানের একের পর এক শহরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেয় ড্রোন হামলার সাহায্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts