বিয়ের পর দিনভর রাজনৈতিক মহলে শুভেচ্ছার ঢল (Dilip Ghosh)। শুক্রবার রাতে মালাবদল ও সিঁদুরদানে পরিণয় পর্ব সারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও রিঙ্কু মজুমদার। এরপর থেকে টানা শুভেচ্ছা বার্তা আসছে বিভিন্ন মহল থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিলীপকে(Dilip Ghosh) শুভেচ্ছা জানালেন।
শনিবার ‘এক্স’ (প্রাক্তন টুইটার)-এ অভিষেক লেখেন, “দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারকে নতুন জীবনের শুরুতে শুভেচ্ছা। ভালবাসার একটা নিজস্ব সময় ও ছন্দ থাকে। সারাজীবন খুশিতে ও শান্তিতে কাটুক—এই কামনা করি।”
এর আগে শুক্রবার দুপুরেই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে খামে করে শুভেচ্ছাবার্তা এবং ফুল পাঠানো হয়েছিল দিলীপ ঘোষের বাড়িতে। কুণাল ঘোষ, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রীও ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।
তবে বিয়ের পর রাজনীতি থেকে সরে দাঁড়াবেন কি দিলীপ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। শনিবার সকালে সেই জল্পনায় নিজেই জল ঢালেন দিলীপ ঘোষ। স্পষ্ট জানান, “রাজনীতি ছাড়ার প্রশ্নই নেই। আমার লক্ষ্য আগের মতোই অটুট থাকবে।”