শুক্রবার সারা দিন যাঁর (Dilip Ghosh) বিয়ে নিয়ে চর্চা চলেছে, শনিবার সকালে ফের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ইকো পার্কে নিয়ম মেনেই প্রাতঃভ্রমণে হাজির হন তিনি (Dilip Ghosh)। গলায় হলুদ-গেরুয়া উত্তরীয়, মুখে দৃঢ়তা—সাফ জানিয়ে দিলেন, বিয়ে করলেও রাজনীতি থেকে ছুটি নয় (Dilip Ghosh)।
নববধূ রিঙ্কু মজুমদারকে এদিন সঙ্গে দেখা না গেলেও, দিলীপ জানালেন, “উনি মর্নিং ওয়াক করেন না, বাড়িতেই আছেন।” সাংবাদিকদের মজার ছলে তিনি বলেন, “অনেকে বলছে মর্নিং ওয়াক করতে গিয়ে প্রেম হয়েছে! যারা এসব বলে, তারা সারাজীবন হাঁটলেও না প্রেম হবে, না বিয়ে!”
ইকো পার্কে এদিন তাঁকে ঘিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ বাড়ি থেকে পায়েস এনেছেন, কেউ বা কেক পাঠিয়েছেন দিলীপের জন্য। নেতার সঙ্গে ছবি তুলতে উৎসুক ছিলেন অনেকেই।
রাজনীতি ছাড়ার গুঞ্জনের জবাবে দিলীপ বলেন, “আজ আমি যে জায়গায় আছি, তা আমার দলের জন্য। দলই আমাকে বিধায়ক, সাংসদ করেছে। রাজনীতির জন্য সঙ্ঘ প্রচারক থেকেও সরে এসেছি। তাই এখন রাজনীতি থেকে সরে যাওয়ার প্রশ্নই নেই। লক্ষ্যও একই থাকবে।”