ইরানে সরকারের বিরুদ্ধে আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে। সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ (Iran)। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি।
তিনি বলেন, ইসলামিক রিপাবলিকের অধীনে ইরানকে আজ সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের সঙ্গে জুড়ে দেখা হয়। কিন্তু সেটাই আসল ইরান নয় (Iran)। পাহলভির মতে, প্রকৃত ইরান শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুন্দর একটি দেশ। তাঁর দাবি, বর্তমান ব্যবস্থা ভেঙে পড়লেই ইসলামিক রিপাবলিকের আগের ইরান আবার ফিরে আসবে (Iran)।
রেজা পাহলভি আন্তর্জাতিক মহলের কাছে ইরানের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানান। তিনি বলেন, একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক সরকার গঠিত হলে ইরান তার সম্মান ও মর্যাদা ফিরে পাবে। সেই সঙ্গে বিশ্ব দরবারে দেশটির ভাবমূর্তিও বদলাবে।
পাহলভির বক্তব্য, মুক্ত ইরান হলে প্রথমেই বন্ধ করা হবে পরমাণু অস্ত্র কর্মসূচি। একই সঙ্গে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন দেওয়া বন্ধ হবে। তিনি জানান, নতুন ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে মিলেই সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, মাদক পাচার এবং চরমপন্থার বিরুদ্ধে লড়াই করবে। মধ্যপ্রাচ্যে ইরান তখন আর অস্থিরতার কারণ নয়, বরং স্থিতিশীলতার শক্তি হয়ে উঠবে।
এক্স মাধ্যমে দেওয়া এক বার্তায় পাহলভি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকারের পতনের পর ইরানের নিরাপত্তা ও বিদেশনীতি সম্পূর্ণ বদলে যাবে। বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রেও ইরান দায়িত্বশীল ভূমিকা নেবে।
তিনি আরও বলেন, মুক্ত ইরান হলে আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে এবং সে দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব ফেরানো হবে। একই সঙ্গে ইজরায়েলকে স্বীকৃতি দেবে ইরান এবং ইরান, ইজরায়েল ও আরব দেশগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করা হবে।
রেজা পাহলভির দাবি, গণতান্ত্রিক ইরান বিশ্ববাজারে একটি বিশ্বাসযোগ্য শক্তি হয়ে উঠবে। শক্তি জোগানে স্বচ্ছ নীতি, স্থিতিশীল দাম এবং আন্তর্জাতিক মান মেনে চলা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং অর্থনীতি খুলে দেওয়া হবে বাণিজ্য ও বিনিয়োগের জন্য। দীর্ঘ দিনের একঘরে হয়ে থাকার বদলে ইরান তখন সুযোগ ও উন্নয়নের পথে হাঁটবে বলেই আশাবাদী পাহলভি।











