Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • মাদুরোর পতনের পর কে বসবেন প্রেসিডেন্ট চেয়ারে? নাম জানালেন মাচাদো
বিদেশ

মাদুরোর পতনের পর কে বসবেন প্রেসিডেন্ট চেয়ারে? নাম জানালেন মাচাদো

machado
Email :16

ভেনেজুয়েলায় (Venezuela) রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অজ্ঞাতবাস থেকে বড় বার্তা দিলেন শান্তির নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের ঘটনাকে তিনি ভেনেজুয়েলার (Venezuela)স্বাধীনতার সূর্যোদয় বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি প্রস্তাব দেন, শাসকহীন হয়ে পড়া এই দেশের প্রেসিডেন্ট পদে এডমুন্ডো গনসালবেজ উরুতিয়াকে বসানো হোক।

মার্কিন অভিযানের পর শনিবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তা দেন মাদুরোবিরোধী আন্দোলনের অন্যতম মুখ মারিয়া কোরিনা মাচাদো (Venezuela)। সেখানে তিনি লেখেন, এখনই স্বাধীনতার সময়। দেশের নাগরিকদের বিরুদ্ধে জঘন্য অপরাধ চালানোর জন্য নিকোলাস মাদুরো আন্তর্জাতিক বিচারের মুখোমুখি হচ্ছেন। তাঁর দাবি, আইনের শাসন প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমেরিকা তা পূরণ করেছে।

মাচাদোর কথায়, ভেনেজুয়েলায় (Venezuela) আবার গণতন্ত্র ও সার্বভৌম শাসন ব্যবস্থা ফিরে আসবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। রাজনৈতিক বন্দীদের মুক্ত করা হবে। একটি নতুন ও শক্তিশালী দেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। পাশাপাশি বিদেশে থাকা ভেনেজুয়েলার নাগরিকদের দেশে ফিরিয়ে আনার কথাও জানান তিনি।

আরও এক বার্তায় মাচাদো বলেন, বছরের পর বছর ধরে তাঁরা লড়াই করেছেন। দেশের জন্য সব কিছু ত্যাগ করেছেন। তাঁর মতে, যা হওয়ার ছিল, অবশেষে সেটাই ঘটেছে। তিনি স্পষ্ট করে জানান, এডমুন্ডো গনসালবেজ উরুতিয়াকেই দেশের প্রেসিডেন্ট করা হোক।

উল্লেখ্য, ২০২৪ সালের ভেনেজুয়েলার জাতীয় নির্বাচনে নিকোলাস মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন উরুতিয়া। অভিযোগ ছিল, তাঁকে নির্বাচনে লড়তেই দেওয়া হয়নি। বিরোধীদের দাবি, সেই নির্বাচনে অনিয়মের মাধ্যমে ক্ষমতা ধরে রাখেন মাদুরো।

সবশেষে মাচাদোর বার্তা, খুব শীঘ্রই দেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। তাঁর লক্ষ্য, বিদেশে থাকা ভেনেজুয়েলার মানুষকে একত্রিত করা এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও নাগরিকদের পাশে পাওয়া। সতর্ক থাকার এবং ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়ে তিনি বলেন, ভেনেজুয়েলা মুক্ত হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts