শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর আইপিএল (IPL 2026) খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। আইপিএল ২০২৬-এর আগে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। কেকেআর-কে আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দিতে বলা হয়েছে।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া কেকেআর (IPL 2026) কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে খবর। সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এর জেরে আইপিএলে আর দেখা যাবে না বাংলাদেশের এই পেসারকে।
চলতি আইপিএল নিলামে (IPL 2026) মোট সাত জন বাংলাদেশি ক্রিকেটার অংশ নিলেও একমাত্র মুস্তাফিজুর রহমানই দল পেয়েছিলেন। ৯.২০ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামের পর থেকেই শুরু হয় বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলতে শুরু করে, বর্তমান পরিস্থিতিতে কীভাবে বাংলাদেশি ক্রিকেটার আইপিএল খেলতে পারেন।
এই বিতর্ক ক্রমশ তীব্র হয়ে ওঠে। এমনকি কেকেআরের মালিক শাহরুখ খানও বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়েন বলে খবর (IPL 2026) । কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণের পর শেষ পর্যন্ত বিসিসিআই নিজেদের অবস্থান স্পষ্ট করল।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক বিবৃতিতে বিসিসিআই সচিব জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেকেআর-কে জানানো হয়েছে, মুস্তাফিজুরের বদলে তারা অন্য কোনও বিদেশি ক্রিকেটার নিতে পারবে।
এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও পাকিস্তানের মতোই কড়া নীতি নেবে বিসিসিআই? উল্লেখ্য, ২৬/১১ মুম্বই হামলার পর থেকেই কোনও পাকিস্তানি ক্রিকেটার আইপিএলে খেলতে পারেন না। মুস্তাফিজুর ইস্যু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েই এখন জোর আলোচনা ক্রিকেট মহলে।







