দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ ভূমিকম্পপ্রবণ এলাকায় বাস করেন—এই দাবি জানিয়ে জরুরি ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিলেন এক মামলাকারী। আর সেই আবেদনের শুনানিতে বিস্ময় প্রকাশ করে শীর্ষ আদালত পাল্টা মন্তব্য করল, “তা হলে কি আমরা সবাইকে চাঁদে পাঠাব?”
বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার (Supreme Court) বেঞ্চে মামলাটি ওঠে। শুনানিতে উপস্থিত ছিলেন মামলাকারীও। তিনি জানান, এত দিন মনে করা হত দিল্লি প্রধান ভূমিকম্পপ্রবণ এলাকা। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে, দেশের ৭৫ শতাংশ মানুষই ঝুঁকিপূর্ণ অঞ্চলে থাকেন। পাশাপাশি জাপানের বিধ্বংসী ভূমিকম্পের উদাহরণও টেনে আনেন তিনি (Supreme Court) ।
তার বক্তব্য শুনে আদালতের (Supreme Court) তীব্র প্রতিক্রিয়া, “জাপানের সঙ্গে তুলনা করতে হলে আগে ভারতের কোথাও আগ্নেয়গিরি এনে ফেলুন!” বিচারপতিদের রসিক সুরে আরও মন্তব্য, “সবার নিরাপত্তার জন্য যদি এমন দাবি করেন, তা হলে কি পুরো দেশকে চাঁদে পাঠানোর ব্যবস্থাও করতে হবে?”
মামলাকারী প্রশাসনকে ভূমিকম্প রুখতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন করেন। কিন্তু শীর্ষ আদালত স্পষ্ট জানায়, “এটা সরকারের কাজ। আদালত এতে হস্তক্ষেপ করবে না।” সঙ্গে-সঙ্গে মামলাটি খারিজও করে দেওয়া হয়।
মামলাকারী কিছু সংবাদমাধ্যমের রিপোর্টেরও উল্লেখ করেছিলেন। কিন্তু আদালত তা গুরুত্ব দিতে নারাজ। পর্যবেক্ষণ, “সংবাদমাধ্যম যা লেখে, তা দেখে আদালত সিদ্ধান্ত নেয় না। এসব নিয়ে আমরা চিন্তিত নই।”
এভাবে কড়া ভাষায় মন্তব্য করে মামলাটি সম্পূর্ণ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।








