Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ২০ ডিসেম্বরই দানবীয় রোডশো! উদ্বাস্তু অধ্যুষিত রানাঘাট থেকেই শুরু মোদীর ভোট-ঝাঁঝ
Important

২০ ডিসেম্বরই দানবীয় রোডশো! উদ্বাস্তু অধ্যুষিত রানাঘাট থেকেই শুরু মোদীর ভোট-ঝাঁঝ

PM Modi aaaaa
Email :5

ভোটের উত্তাপ যত বাড়ছে, ততই চাঙ্গা হচ্ছে রাজনৈতিক আঙিনা। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলেই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। প্রচারের প্রথম দফা শুরু হবে মতুয়া অধ্যুষিত এলাকা নদিয়ার রানাঘাট থেকেই। আগামী ২০ ডিসেম্বর সেখানে জনসভা করবেন তিনি। ইতিমধ্যেই তাহেরপুরের নির্ধারিত ময়দানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে (PM Modi)।

বিজেপি সূত্রে খবর, বাংলায় মোট দশটি জনসভা করবেন মোদী (PM Modi)। আলিপুরদুয়ার, দমদম ও দুর্গাপুরে তিনটি সভা আগেই হয়ে গিয়েছে। বাকি সাতটি জনসভা আগামী কয়েক মাসে হবে। তারই সূচনা হচ্ছে রানাঘাটের সভা দিয়ে। রাজনৈতিক মহলের মতে, মতুয়া ভোটব্যাঙ্কের জন্যই নদিয়া প্রথম পছন্দ গেরুয়া শিবিরের (PM Modi)।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, ২০ ডিসেম্বরই আসছেন প্রধানমন্ত্রী (PM Modi)। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন। বিহারের জয়ের পর মোদী বলেছিলেন, “গঙ্গা বাংলা হয়েও যায়।” বিজেপির আশা, বাংলাতেও সেই পরিবর্তন দেখা যাবে।

উদ্বাস্তু অধ্যুষিত তাহেরপুর এবং রানাঘাটে মতুয়াদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা SIR–কে ঘিরে সবচেয়ে বেশি উদ্বিগ্ন মতুয়া সমাজ। তাঁদের অনেকেরই আশঙ্কা, তালিকা থেকে নাম বাদ পড়তে পারে। তাই বিজেপি শিবিরের কাছে মতুয়াদের মন জিতে নেওয়া এখন অগ্রাধিকার।

সম্প্রতি বাঙালি বিজেপি সাংসদদের প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন—SIR নিয়ে মানুষের মনে ভয় তৈরি করা যাবে না। বিশেষ করে মতুয়া ভোটব্যাঙ্কের সঙ্গে সংযোগ ছিন্ন হতে যেন না দেয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts