‘অপারেশন সিঁদুর’-এর পর যাঁর মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় হাসির বন্যা বয়ে গিয়েছিল, সেই পাক সেনা কর্তার (Pakistan) নাম আবারও শিরোনামে। এবার সংবাদমাধ্যমের সামনে এক মহিলা সাংবাদিককে প্রশ্নের উত্তরে তিনি (Pakistan) চোখ মেরে বসলেন। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিও, আর নেটদুনিয়ায় শুরু হয়েছে প্রবল সমালোচনা।
ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, সাংবাদিক আবসা কোমল পাকিস্তান সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকে ইমরান খান সম্পর্কে তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করছেন। ইমরানকে ‘জাতীয় স্বার্থের জন্য বিপজ্জনক’, ‘দেশবিরোধী’, ‘দিল্লির হাতের পুতুল’— এইসব বক্তব্য তিনি (Pakistan) কেন করেছেন, তা জানতে চাওয়া হলে চৌধুরী বলেন, “এর সঙ্গে আরেকটা শব্দ যোগ করতে পারেন— উনি একজন মানসিক রোগী।” কথা শেষ হতেই তিনি হেসে সাংবাদিকের দিকে চোখ টিপে দেন।
এই আচরণেই ক্ষুব্ধ নেটিজেনরা প্রশ্ন তুলছেন, সেনার পোশাক (Pakistan) পরে এ ধরনের অঙ্গভঙ্গি কীভাবে করতে পারেন কেউ? তাঁদের মতে, এটি সেনাবাহিনীর মর্যাদাকে ছোট করে।
এর আগেও ইমরান খানকে নিয়ে কড়া মন্তব্য করেছিলেন চৌধুরী। এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, “ইমরানের আত্মপ্রেম এতই বেশি যে তিনি মনে করেন, ক্ষমতায় না থাকলে দেশকেও টিকতে দেবেন না।” তিনি আরও অভিযোগ করেন, কারাগারে থাকা ইমরানকে দেখতে যারা যান তাঁরা সেনার বিরুদ্ধে ‘বিষ ছড়ান’।
উল্লেখ্য, গত মে মাসেও এই পাক সেনা কর্তা ট্রোলড হয়েছিলেন। ভারতীয় সেনার মতো গম্ভীর সাংবাদিক সম্মেলন করতে গিয়ে পাকিস্তানের দাবি-প্রমাণ এতটাই দুর্ব




