বাংলাকে কেন্দ্রীয় প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং কত টাকা বকেয়া রয়েছে—এই তথ্য প্রকাশের জন্য প্রায় ২১ মাস আগে কেন্দ্রকে চ্যালেঞ্জ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MPs)। তিনি দাবি করেছিলেন, কেন্দ্র যেন শ্বেতপত্র প্রকাশ করে জানায় রাজ্যের প্রাপ্য কত। কিন্তু এতদিন পরও কেন্দ্র সেই শ্বেতপত্র প্রকাশ করেনি। অভিযোগ, সেই নীরবতার প্রতিবাদেই নতুন করে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস (TMC MPs)।
বুধবার সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে মকর দ্বারের সামনে ‘সাদা কাগজ’ হাতে অনন্য বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদরা (TMC MPs)। যেহেতু শ্বেতপত্র এখনও দেওয়া হয়নি, তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে সাদা কাগজ তুলে ধরেন তাঁরা। সঙ্গে ছিল স্লোগান—“বাংলার বকেয়া কবে মেটানো হবে? নরেন্দ্র মোদি জবাব দাও।” লোকসভা এবং রাজ্যসভার সমস্ত তৃণমূল সাংসদই এদিন প্রতিবাদে যোগ দেন।
তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন (TMC MPs), “আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ২১ মাস আগে কেন্দ্রকে প্রশ্ন করেছিলেন। বাংলার কত টাকা বকেয়া, কেন্দ্রীয় প্রকল্পে কত বরাদ্দ হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করার দাবি করেছিলেন। কিন্তু এখনও কোনও উত্তর নেই। তাই আজ আমরা সেই নীরবতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।”
এদিনের বিক্ষোভে তাৎপর্যপূর্ণভাবে যোগ দেন কংগ্রেস এবং সমাজবাদী পার্টির একাধিক সাংসদ। তৃণমূলের পাশে দাঁড়িয়ে তাঁরাও সাময়িকভাবে অংশ নেন প্রতিবাদে। শাসকদলের বক্তব্য, বাংলার বকেয়া ইস্যুতে জাতীয় রাজনীতির অন্য দলগুলির সরাসরি স্বার্থ না থাকলেও তারা পাশে দাঁড়িয়েছেন, যা প্রমাণ করে বিষয়টির গুরুত্ব কতটা। তৃণমূলের দাবি, কেন্দ্রের নীরবতা আজ দেশের অন্য বিরোধী দলগুলিকেও উদ্বিগ্ন করে তুলেছে।











