রাজ্যজুড়ে এসআইআরের কাজ যত এগোচ্ছে, তত বাড়ছে সমস্যার তালিকাও (SIR)। শোভাবাজারের সোনাগাছিতে যৌনকর্মীদের সামনে দেখা দিয়েছে বড় বাধা—ফর্ম পাওয়া গেলেও, তা সঠিকভাবে পূরণ করা তাঁদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর সেই জটিলতা যদি না কাটে, ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন অনেকে। মৌলিক অধিকার হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হন যৌনকর্মীরা (SIR)।
স্বেচ্ছাসেবী কয়েকটি সংস্থা বিষয়টি নিয়ে কমিশনকে চিঠি দেয়। জানান, ফর্ম পূরণের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের প্রয়োজন হয়, যা অনেক যৌনকর্মীর পরিবার দিতে চান না। কেউ কেউ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না। ফলে ফর্মই অসম্পূর্ণ থেকে যাচ্ছে (SIR)।
এই প্রেক্ষিতেই নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে। সোনাগাছিতে খুলতে চলেছে বিশেষ ক্যাম্প (SIR)। সেখানে উপস্থিত থাকবেন ইআরও—যাঁরা যৌনকর্মীদের ফর্ম পূরণে সঠিক নির্দেশ ও সহায়তা দেবেন। তাঁদের সমস্যা শুনবেন, প্রয়োজনীয় নথি কীভাবে জমা দিতে হবে তা বুঝিয়ে দেবেন (SIR)।
কমিশনের বার্তা স্পষ্ট—প্রতিটি বৈধ ভারতীয় নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা তাদের দায়িত্ব। সোনাগাছির যৌনকর্মীরাও তার বাইরে নন।
ফর্ম বিলি চলছে ৪ নভেম্বর থেকে। ৪ ডিসেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে। ইতিমধ্যেই সাড়ে চার কোটির বেশি ফর্ম digital verification-এর মাধ্যমে ডিজিটাইজড হয়েছে। আগামী ৯ ডিসেম্বর বেরোবে খসড়া ভোটার তালিকা। তার আগে সোনাগাছির অধিকার সুরক্ষিত করতে কমিশনের উদ্যোগ প্রশংসনীয় বলেই মনে করছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি।
এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে যৌনকর্মীদের ভোটার তালিকায় নাম ধরে রাখতে সাহায্য করবে কমিশন—এটাই এখন কবুল করা লক্ষ্য।







