Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • শেষ মুহূর্তেও বাঁচার লড়াই! তেজস ভেঙে পড়ার নতুন ভিডিওতে পাইলটের প্যারাশুটের ঝলক?
দেশ

শেষ মুহূর্তেও বাঁচার লড়াই! তেজস ভেঙে পড়ার নতুন ভিডিওতে পাইলটের প্যারাশুটের ঝলক?

Email :15

তেজস যুদ্ধবিমান (Tejas Clash) ভেঙে পড়ার ভয়াবহ দৃশ্য দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবারের সেই দুর্ঘটনার পরে সমাজমাধ্যম ভরে গিয়েছিল আতঙ্ক ও শোকের ঝড়তে। এবার আরও একটি নতুন ভিডিও সামনে এসেছে, যা নিয়ে নতুন করে জল্পনা চরমে। সেই ভিডিওতে দাবি উঠেছে—শেষ মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন পাইলট নমনশ সায়ল (Tejas Clash)। ধোঁয়ার মধ্যে একটি প্যারাশুটের মতো ঝলকও দেখা গিয়েছে বলে দাবি করেছেন অনেকেই।

ভিডিওটি মাত্র ৫২ সেকেন্ডের। সেখানে দেখা যাচ্ছে, তেজস যখন ভয়াবহ গতিতে নিচে নামতে শুরু করেছে, মাটির দিকে তীরবেগে ধেয়ে যাচ্ছে, ঠিক তখনই ক্র্যাশ-পয়েন্টের একটু দূরে ধোঁয়ার আবরণের মধ্যে সাদা রঙের মতো কিছু একটা নেমে আসছে (Tejas Clash)। দর্শকদের একাংশের দাবি, সেটাই প্যারা-শুট। তাঁদের মতে, পাইলট ওই মুহূর্তে ইজেক্ট করে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু বিমানটি তখন এতটাই নিচে নেমে গিয়েছিল যে সিস্টেম পুরোপুরি কাজ করার সময়ই পাওয়া যায়নি। আধ সেকেন্ডের ব্যবধানে বুঝি শেষ হয়ে যায় জীবনের সমস্ত সম্ভাবনা। ভয়াবহ বিস্ফোরণে ঝলসে যায় পাইলটের দেহ।

পুরো ঘটনায় দেশের বায়ুসেনা এবং তেজস নির্মাতা হ্যাল শোকপ্রকাশ করেছে। ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আন্তর্জাতিক এয়ার শো চলছিল, যেখানে ১০০টির বেশি দেশ অংশ নেয়। ভারতীয় বায়ুসেনার তেজসও রণকৌশলের প্রদর্শনীতে অংশগ্রহণ করছিল। মাঝআকাশে একাধিক অ্যাক্রোবেটিকের পর হঠাৎ বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় বিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যে সোজা নিচে আছড়ে পড়ে এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

ভিডিওটি সম্প্রতি ভাইরাল হওয়ায় সামাজিক মাধ্যমে অনেকে আবেগে লিখেছেন—“শেষ নিশ্বাস পর্যন্ত দেশকে বাঁচাতে লড়াই করেছেন পাইলট।” তবে ভিডিওটির সত্যতা এখনও যাচাই করা হয়নি। ইনফোব্লেজ ডট কম জানিয়েছে, ভিডিওর উৎস নিয়ে তদন্ত চলছে।

দেশের প্রথম স্বনির্মিত লাইট কমব্যাট জেট তেজস দীর্ঘদিন ধরে ভারতের গর্বের প্রতীক। কিন্তু দুবাইয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা তেজসের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরেও নানা প্রশ্ন তুলছে। পাইলট নমনশ সায়লের শেষ মুহূর্তের এই সম্ভাব্য লড়াই দুর্বার শোকের সঙ্গে এক অমোচনীয় আবেগও তৈরি করেছে দেশবাসীর মনে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts