Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • মেধাবী থেকে জঙ্গি! বিস্ফোরণের আগ মুহূর্তে উমরের ভয়াবহ ব্রেনওয়াশের ভিডিও প্রকাশ্যে
দেশ

মেধাবী থেকে জঙ্গি! বিস্ফোরণের আগ মুহূর্তে উমরের ভয়াবহ ব্রেনওয়াশের ভিডিও প্রকাশ্যে

delhi blast Umar navi
Email :3

লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের দিন একটি মুখ প্রথমেই সামনে এসেছিল—উমর নবি (Umar Nabi)। সিসিটিভির সেই ফুটেজে দেখা গিয়েছিল পার্কিং লটে ঘুরে বেড়াচ্ছেন চিকিৎসক উমর উন নবী। কয়েক মুহূর্ত পরেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ। পরিচয় নিয়ে শুরু হয় জোর তদন্ত। শেষে মায়ের সঙ্গে ডিএনএ মেলাতেই নিশ্চিত হয়ে যায়—বিস্ফোরণে নিহত ব্যক্তি উমরই (Umar Nabi)।

ঘটনার ঠিক এক সপ্তাহ পরে প্রকাশ্যে আসে আরও চাঞ্চল্যকর একটি ভিডিয়ো (Umar Nabi)। গোয়েন্দা সূত্রের দাবি, এটাই উমর নবির জীবনের শেষ রেকর্ডিং। ভিডিয়োতে দেখা যাচ্ছে, শান্ত গলায় আত্মঘাতী হামলার ‘যুক্তি’ ব্যাখ্যা করছেন তিনি। উমর বলছেন, আত্মঘাতী বোমা নাকি কোনও আত্মহত্যা নয়—বরং ‘শহিদ হওয়ার পথ।’ সেই তত্ত্ব বুঝিয়ে বলতে বলতে তাঁর চোখের দৃষ্টিতে স্পষ্ট হয়ে ওঠে গভীর মগজধোলাইয়ের ছাপ (Umar Nabi)।

উমর উন নবী কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ছিলেন। পেশায় চিকিৎসক, অত্যন্ত মেধাবী বলেই দাবি পরিবারের। কিন্তু তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে, তাতে গোয়েন্দারা নিশ্চিত—গত দুই বছর ধরে উমর সম্পূর্ণ অন্য পথে ঝুঁকে পড়েছিলেন (Umar Nabi)। তাঁর পুলওয়ামার বাড়িটিও ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। পরিবারের সদস্যরা বলেন, উমর পড়াশোনা ও চিকিৎসার কাজে ডুবে থাকতেন। কিন্তু কয়েক বছর ধরে তাঁর আচরণ বদলে যেতে থাকে। তিনি অচেনা মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান, দীর্ঘসময় ফোনে থাকেন, নিজেকে গুটিয়ে নেন।

গোয়েন্দাদের দাবি আরও ভয়ঙ্কর—উমর নিয়মিত টেলিগ্রামের কয়েকটি গোপন গ্রুপে যোগ দিতেন। সেখানে তরুণদের মধ্যে ‘জিহাদ’, ‘শহিদ হওয়া’, ‘বলিদান’ ইত্যাদি শব্দের নামে যেভাবে উদ্দেশ্যপ্রণোদিত মগজধোলাই চলত, তাতে পড়ে তিনি ধীরে ধীরে সম্পূর্ণ বদলে যান। অত্যন্ত শিক্ষিত, পেশায় ডাক্তার হয়েও সেই প্রভাবের বাইরে থাকতে পারেননি উমর। আর তাতেই তৈরি হয় আত্মঘাতী হামলার মতো ভয়াবহ চিন্তাভাবনা (Umar Nabi)।

উমরের শেষ ভিডিয়োতে তাঁর যুক্তি আরও স্পষ্ট। শীতল মুখে বুঝিয়ে দিচ্ছেন কেন কেউ আত্মঘাতী হামলার পথ বেছে নেয়। গোয়েন্দাদের মতে, এমন ভিডিওই প্রমাণ করে যে উমরকে অনেকদিন ধরে পরিকল্পিতভাবে ব্রেনওয়াশ করা হয়েছিল। সাধারণত যারা শিক্ষিত, যুক্তিবাদী সমাজের মানুষ, তাদেরকেও কীভাবে ধীরে ধীরে নাশকতায় টেনে আনা যায়—উমর তারই এক মর্মান্তিক উদাহরণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts