বীরভূম: SIR নিয়ে ফের তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি— হুমকি আর পাল্টা হুমকির রাজনীতিতে সরগরম গোটা বীরভূম জেলা। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে ‘মারাত্মক ফল’ হবে বলে হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল পরিষদের সভাধিপতি কাজল শেখ (Kajol Sheikh)। বিজেপি নেতৃত্বকে সরাসরি নিশানা করে তিনি বলেন, “বীরভূম জেলার একজন ভোটারেরও নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে এখানকার তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না। এটা বিজেপির ষড়যন্ত্র। যাঁরা বিজেপির নেতানেত্রী রয়েছেন, তাঁদের বলব সাবধান হয়ে যান। SIR হোক, তবু মানুষের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।”
কাজল শেখের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া বিজেপি শিবিরে। পাল্টা আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তাঁর তোপ, “কাজল শেখ নিজেই তো বাংলাদেশি নাগরিক। ওকে পুশব্যাক করানো উচিত। ২০০২ সালের ভোটার তালিকায় দেখলেই প্রমাণ মিলবে— ওর নামই থাকবে না। সেই নাম কাটা যাবে।” বিজেপির এই মন্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠেছে বীরভূমের রাজনৈতিক মহল।
তবে পাল্টা জবাবে এক ইঞ্চি পিছু হটেননি কাজল শেখ। অর্জুন সিংয়ের মন্তব্যে কটাক্ষ করে তিনি বলেন, “গিরগিটির কথাও ওত গুরুত্ব দিতে নেই। যার নিজস্বতা নেই, তাঁর কথায় কে গুরুত্ব দেবে! আমি যা বলেছি, তা মানুষকে নিয়েই বলেছি। বীরভূম থেকে যদি একজন বৈধ ভোটারকেও বাদ দেওয়া হয়, কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, তাহলে মানুষ গর্জে উঠবেন।”
তাঁর আরও দাবি, “আমার পূর্বপুরুষরাও বীরভূমেরই মানুষ। আমি ২০০২ সালের ভোটার তালিকায় আছি। বাংলাদেশি বলে কোনও লাভ নেই। মানুষ জানে, আমি এখানকারই সন্তান। বিজেপি বুঝে গেছে, বীরভূমে তাদের কোনও অস্তিত্ব নেই, তাই এইসব মিথ্যা প্রচার।”
রাজনৈতিক মহলের মতে, SIR ইস্যু এখন রাজ্যের রাজনীতিতে নতুন আগুন জ্বালিয়েছে। কাজল শেখের হুঁশিয়ারি এবং অর্জুন সিংয়ের পাল্টা আক্রমণে ফের চরমে পৌঁছেছে তৃণমূল-বিজেপি সংঘাত। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই বিতর্কে দুই দলের রাজনৈতিক কৌশল নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে।
কাজল শেখের বক্তব্যে তৃণমূল শিবিরের তরফে একাধিক নেতা তাঁকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল “ভয় দেখিয়ে ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে”। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “এই বিতর্ক নিছক কথার লড়াই নয়— SIR বাস্তবায়নের পথে এ রাজ্যে নতুন সংঘাতের ইঙ্গিত।”








