Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • একাধিক জায়গায় এনুমারেশন ফর্ম? বেআইনি বলেই জানাল নির্বাচন কমিশন
রাজ্য

একাধিক জায়গায় এনুমারেশন ফর্ম? বেআইনি বলেই জানাল নির্বাচন কমিশন

Gyanesh kumar
Email :3

অবশেষে ঘোষণা হল বাংলায় এসআইআর (SIR) বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের আরও এগারোটি রাজ্যেও একসঙ্গে শুরু হবে এই বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বাড়ি-বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ। চলবে এক মাস ধরে— ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা (SIR)।

এ দিন কমিশনের সাংবাদিক বৈঠকে একাধিক প্রশ্ন ওঠে ভোটার তালিকা সংক্রান্ত নিয়ম নিয়ে (SIR)। সাংবাদিকদের প্রশ্ন, একজন ব্যক্তি কি একাধিক জায়গায় এনুমারেশন ফর্ম ফিলাপ করতে পারেন? তা হলে সেটি কি অপরাধ বলে গণ্য হবে? এর জবাবে জ্ঞানেশ কুমার স্পষ্ট ভাষায় বলেন, “একজন ব্যক্তির শুধুমাত্র একটি এনুমারেশন ফর্ম প্রিন্ট হবে। BLO সেই ফর্ম যাচাই করে ড্রাফট লিস্টে যুক্ত করবেন। কিন্তু কেউ যদি একাধিক জায়গায় এনুমারেশন ফর্ম ফিলাপ করেন, তা হলে বুঝতে হবে তিনি অন্যায় করার উদ্দেশ্যেই তা করছেন।”

কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে প্রশিক্ষণের কাজ, যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এরপর ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত BLO-রা বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ করবেন এবং সংগ্রহ করবেন। ৯ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা, আর সেই দিন থেকেই শুরু হবে আপত্তি ও আবেদন জমা দেওয়ার পর্ব (SIR)।

এই পর্ব চলবে ৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। একই সঙ্গে চলবে ভোটারদের নাম যাচাই বা বাড়ি-বাড়ি ভেরিফিকেশনের কাজ, যা শেষ হবে ৩১ জানুয়ারি। অবশেষে, ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া শুরু হওয়ায় রাজ্যজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের আগে এই এসআইআর প্রক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশনের এই ঘোষণা শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও বড় ইঙ্গিত দিচ্ছে।

একই সঙ্গে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে— এবার থেকে ভোটার তালিকায় ভুয়ো নাম বা ডুপ্লিকেট এন্ট্রি পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের ভাষায়, “যে কেউ একাধিক জায়গায় নাম তুললে, সেটা স্পষ্টতই বেআইনি কাজ।”

বাংলায় এর ফলে আগামী কয়েক সপ্তাহ রাজ্যজুড়ে চলবে বাড়ি-বাড়ি এনুমারেশন অভিযান। BLO-দের হাতে ইতিমধ্যেই দেওয়া হয়েছে নির্দেশিকা। এখন নজর, এই বিশেষ রিভিশন প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও কার্যকর হয় তা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts