ভারতীয় ক্রিকেট দলে নেমে এসেছে এক প্রবল দুঃসংবাদ। জাতীয় দলের ওডিআই ভাইস-ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) গুরুতর আহত হয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি। জানা গেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন একটি ক্যাচ নিতে গিয়ে বাম দিকের পাঁজরে মারাত্মক আঘাত পান তিনি। মাঠে থেকেই ব্যথা অনুভব করায় সঙ্গে সঙ্গে তাঁকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয় (Shreyas Iyer)। সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) চিকিৎসক দল প্রাথমিক পরীক্ষা করে বুঝতে পারেন, বিষয়টি সাধারণ চোট নয়। এরপর তড়িঘড়ি তাঁকে সিডনির স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই শ্রেয়সের (Shreyas Iyer) স্ক্যান করা হয়। রিপোর্টে দেখা যায়, তাঁর পাঁজরের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে— অর্থাৎ ইন্টারনাল ব্লিডিং। অবস্থা জটিল বুঝে চিকিৎসকেরা তাঁকে সরাসরি আইসিইউ-তে স্থানান্তরিত করেন। সূত্রের খবর, এই চোট প্রাণঘাতীও হতে পারত। এখন যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানানো হয়েছে (Shreyas Iyer)।
ভারতীয় দলের এক সদস্য জানিয়েছেন, “শ্রেয়সকে কমপক্ষে (Shreyas Iyer) পাঁচ থেকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। ইনফেকশন বা জটিলতা যাতে না হয়, তার জন্য টিমের চিকিৎসকরা নজর রাখছেন। কোনও ঝুঁকি নেওয়া হয়নি। তাই তাঁকে আইসিইউ-তেই রাখা হয়েছে।”
ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝামাঝি সময়ে। একটি উঁচু ক্যাচ নিতে গিয়ে বাম দিকে ঝাঁপ দেন শ্রেয়স। বল হাতে এলেও সঙ্গে সঙ্গে মাটিতে ধাক্কা খায় তাঁর শরীর। ক্যাচ ধরা হয়তো সফল হয়েছিল, কিন্তু আঘাতটা ছিল ভয়াবহ। কয়েক মুহূর্তের মধ্যেই কষ্টে কুঁকড়ে পড়েন তিনি।
প্রথমে ধারণা করা হয়েছিল, হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই ফিরতে পারবেন তিনি। কিন্তু এখন চিকিৎসক দলের আশঙ্কা, পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে। তাঁর পুনরায় বাইশ গজে ফেরা কবে সম্ভব, তা এখনই বলা যাচ্ছে না।
ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে অভ্যন্তরীণ সূত্রে খবর, বোর্ড পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আসন্ন সিরিজে শ্রেয়সের জায়গায় কাকে দলে নেওয়া হবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে নির্বাচকমণ্ডলীতে।
সিডনির হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে ছড়িয়েছে গভীর উদ্বেগ। সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে— “গেট ওয়েল সুন শ্রেয়স”, “ইন্ডিয়া তোমার অপেক্ষায়”— এমন বার্তায় ভরে উঠছে এক্স (Twitter) এবং ইনস্টাগ্রাম।
ভারতীয় দলের জন্য এই চোট নিঃসন্দেহে এক বড় ধাক্কা। শ্রেয়স আইয়ার শুধু দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারই নন, নেতৃত্বের দিক থেকেও তিনি দলের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাঁর অনুপস্থিতি গোটা ওডিআই শিবিরেই চিন্তার ছায়া ফেলেছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত অবস্থার উন্নতি হলেও পরবর্তী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র সব পরীক্ষা স্থিতিশীল থাকলেই তাঁকে আইসিইউ থেকে সরানো হবে। টিম ইন্ডিয়ার চিকিৎসক, ফিজিও এবং বিসিসিআই কর্তারা তাঁর পাশে রয়েছেন। এখন গোটা দেশের একটাই প্রার্থনা— শ্রেয়স দ্রুত সুস্থ হয়ে ফিরুন বাইশ গজে।








