Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটাররা! বিতর্কের ঝড়ে কৈলাশ বিজয়বর্গীয়ের মন্তব্য — “এটা ওদের কাছে শিক্ষা”
দেশ

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটাররা! বিতর্কের ঝড়ে কৈলাশ বিজয়বর্গীয়ের মন্তব্য — “এটা ওদের কাছে শিক্ষা”

Kailash Vijayvargiya
Email :3

ভারতের মাটিতে আবারও নারী নিরাপত্তা নিয়ে লজ্জায় পড়ল দেশ। আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে খেলতে এসে শ্লীলতাহানির শিকার হলেন অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের দুই সদস্য। ইন্দোরে ঘটে যাওয়া এই ঘটনায় কেবল মধ্যপ্রদেশ নয়, গোটা ভারতবাসীর মাথা নীচু হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যেই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিলেন রাজ্যের বিজেপি মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তাঁর বক্তব্য, “এই ঘটনা ওই খেলোয়াড়দের কাছে একটা শিক্ষা।”

গত সপ্তাহে মধ্যপ্রদেশের ইন্দোরে ম্যাচ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট টিম। তারা থাকছিল শহরের এক নামী পাঁচতারা হোটেলে। ম্যাচের আগের দিন দুই ক্রিকেটার কফি খেতে বেরিয়েছিলেন হোটেলের পাশের এক ক্যাফেতে। সেই সময় বাইকে চেপে এক যুবক তাঁদের টিটকিরি করে ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। স্থানীয় পুলিশের তৎপরতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ততক্ষণে এই ঘটনার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক স্তরেও। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে শুরু করে আইসিসি পর্যন্ত নিন্দা করেছে এই নৃশংস ঘটনার।

মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে। কিন্তু রাজ্যেরই মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় এই ঘটনার ব্যাখ্যায় বলেছেন, “খেলোয়াড়রা যখনই বাইরে যান, তাঁদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতন থাকা উচিত। আমার মনে হয় এই ঘটনা ওদের মনে করিয়ে দেবে যে ভবিষ্যতে কোথাও গেলে স্থানীয় প্রশাসন বা সিকিউরিটি টিমকে জানানো জরুরি।”

তাঁর কথায়, “ইংল্যান্ডে ফুটবল যেমন জনপ্রিয়, ভারতে ক্রিকেট তেমনই। আমাদের দেশে ক্রিকেটারদের নিয়ে বিশাল উন্মাদনা থাকে। আমি নিজে দেখেছি— একবার একজন বিখ্যাত খেলোয়াড়ের জামা ছিঁড়ে গিয়েছে, কেউ তাঁকে চুমু খেয়ে বসেছে! তাই খেলোয়াড়দের সতর্ক থাকা উচিত। এটা আমাদের সকলের কাছে শিক্ষা।”

বিজেপি মন্ত্রীর এই মন্তব্য ঘিরে দেশজুড়ে ক্ষোভ। বিরোধী দল কংগ্রেসের দাবি, “একজন মহিলা ক্রিকেটার দেশে এসে শ্লীলতাহানির শিকার হচ্ছেন, আর একজন মন্ত্রী বলছেন এটা শিক্ষা! এটাই বিজেপির মানসিকতা।” সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, অনেকে বলছেন— “দোষীর বদলে ভুক্তভোগীকেই দায়ী করা হচ্ছে।”

এই ঘটনায় পুলিশি তৎপরতা যেমন চলছে, তেমনই রাজনৈতিক চাপানউতোরও বাড়ছে। নারী অধিকার কর্মীরা বলছেন, “কৈলাশ বিজয়বর্গীয়র মতো একজন মন্ত্রীর মুখে এমন মন্তব্য ভারতের ভাবমূর্তিকে আরও নিচে নামিয়েছে।”

ইন্দোরের এই ঘটনাই যেন আরেকবার মনে করিয়ে দিল— নারীদের নিরাপত্তা নিয়ে ভারত এখনও কতটা পিছিয়ে। খেলাধুলার ময়দানেও এখন ভরসা নেই নিরাপত্তার। বিদেশি খেলোয়াড়রাও বলছেন, “ক্রিকেটের পিচে নয়, রাস্তায় ভয়!”

কৈলাশ বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) মন্তব্য নিয়ে এখন উত্তপ্ত দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন। আর প্রশ্ন একটাই— ভারতে কি নারীর সুরক্ষার চেয়ে বড় কিছুই নেই?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts