Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভিন রাজ্যে পড়তে এসে যৌন নির্যাতনের শিকার! ওড়িশার ছাত্রীর জন্য বিচারের দাবি মুখ্যমন্ত্রী
দেশ

ভিন রাজ্যে পড়তে এসে যৌন নির্যাতনের শিকার! ওড়িশার ছাত্রীর জন্য বিচারের দাবি মুখ্যমন্ত্রী

odisha cm
Email :6

ওড়িশার মুখ্যমন্ত্রী (Odisha CM) মোহনচরণ মাঝি দুর্গাপুরের মেডিক্যাল ছাত্রীর গণধর্ষণের ঘটনায় গভীর মর্মাহত। তিনি দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করেছেন এবং ওড়িশা-বাংলা প্রশাসনের মধ্যে নিয়মিত যোগাযোগ রেখে নির্যাতিত মার দ্রুত চিকিৎসা, সঠিক বিচার ও পরিবারের সহযোগিতার নির্দেশ দিয়েছেন (Odisha CM)।

ওড়িশা (Odisha CM) থেকে বাংলায় পড়তে এসে শুক্রবার রাতে কলেজের বাইরে এক বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন ওই ছাত্রী। পথ আটকায় কিছু যুবক, বন্ধু পালিয়ে যায়—তাকে একা পেয়ে টেনে পাশের জঙ্গলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর চলে পৈশাচিক অত্যাচার। ছাত্রী বর্তমানে দুর্গাপুরের হাসপাতালে ভর্তি; তার পরিবারের সদস্যরা ছুটে এসেছেন।

ঘটনার প্রকাশ্যে আসতেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত বিজেপি ও বাম নেতৃত্ব, কলেজ এবং হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। পুলিশ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি, যদিও তদন্ত চলছে বলে জানিয়েছে। জাতীয় মহিলা কমিশন ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন, ডাক্তারি কলেজ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্যভবন থেকে।

এদিকে, ওড়িশা-রাজ্যের প্রশাসনিক আধিকারিক (Odisha CM), যারা বাংলার সঙ্গে সমন্বয় করে দ্রুত তদন্ত ও সহযোগিতার চেষ্টা করছেন, তারা বলেন “আমরা বাংলার সরকারকে অনুরোধ করেছি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, নির্যাতিতার চিকিৎসা, সুরক্ষা ও পরিবারের সার্বিক সহায়তা নিশ্চিত করুন।”​

এ পর্যন্ত বাংলার হাসপাতাল ও পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতার আশ্বাস দিয়েছে; তবে ঘটনার নির্মমতা ও আইনশৃঙ্খলা নিয়ে রাজনীতিতে উত্তেজনা এখনও চুড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts