বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের দুই সন্তান সামাইরা কাপুর এবং কিয়ান রাজ কাপুর দিল্লি হাইকোর্টে এক বিস্ফোরক মামলা করলেন। তাঁদের অভিযোগ, তাঁদের বাবা, প্রখ্যাত শিল্পপতি সঞ্জয় কাপুরের (Sanjay Kapoor) মৃত্যুর পর হঠাৎ করে একটি উইল দেখানো হয়েছে, যা একেবারেই ভুয়ো এবং সাজানো। সেই উইলে তাঁদের নামে কিছুই নেই।
সঞ্জয় কাপুরের v সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। এত বিশাল সম্পত্তি ঘিরেই এখন দানা বাঁধছে আইনি লড়াই। করিশ্মা কাপুরকে ডিভোর্স দেওয়ার পর সঞ্জয় (Sanjay Kapoor) প্রিয়া কাপুরকে বিয়ে করেন। প্রিয়ার পক্ষ থেকেই দাবি করা হচ্ছে, উইলে করিশ্মার সন্তানদের কোনও জায়গা নেই।
সিনিয়র অ্যাডভোকেট মহেশ জেঠমলানি আদালতে বলেন, এই উইল দেখানোর পুরো ঘটনাই সন্দেহজনক। হঠাৎ তাজ হোটেলে উইল পড়া হলো, অথচ যিনি উইলের এক্সিকিউটর— শ্রদ্ধা সুরি— তিনি নিজেও একদিন আগে প্রথম শুনলেন এই উইলের কথা! আরও আশ্চর্যের বিষয়, উইলটি পরিবারের সামনে হাজির করেন দীনেশ আগরওয়াল নামের এক কর্মচারী। আইনজীবীর কথায়, “এটা যুক্তির বাইরে।”
সঞ্জয় কাপুর ও করিশ্মা ২০০৩ সালে বিয়ে করেছিলেন। তাঁদের দুটি সন্তান হয়। ২০১৬ সালে ডিভোর্সের পর ২০১৭ সালে প্রিয়া কাপুরকে বিয়ে করেন সুনজয়। তাঁদেরও একটি সন্তান আছে। কিন্তু করিশ্মার সন্তানরা দাবি করছে, তাঁদের প্রাপ্য সম্পত্তি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
এখানেই থেমে নেই বিতর্ক। সঞ্জয়ের মা, রানি কাপুরও আদালতে বলেছেন, “কিছু একটা অশুভ চলছে।” তিনি অভিযোগ করেন, তাঁর তৈরি করা ট্রাস্ট থেকেও তাঁকে কোনও সুবিধা দেওয়া হয়নি। রানি কাপুরের বক্তব্য, “আমি বারবার ইমেল করেছি, উইলের কপি চাইতে। কিন্তু কোনও উত্তর পাইনি।”
দিল্লি হাইকোর্টে এখন মামলার শুনানি চলছে। আদালত নির্দেশ দিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে সব পক্ষকে লিখিত বক্তব্য জমা দিতে হবে। তারপর এক সপ্তাহের মধ্যে পাল্টা জবাব দেওয়া যাবে। এছাড়া সঞ্জয়ের স্ত্রী প্রিয়া কাপুরকে আদালত নির্দেশ দিয়েছে, স্বামীর সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে হবে।