মৌসুমি অক্ষরেখা এখন বাংলার ওপর দিয়ে অবস্থান করছে (Weather Update)। এর ফলে আবারও শুরু হয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এবার পার্থক্য থাকবে (Weather Update)।
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে বুধবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Weather Update) হতে পারে। বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি চলবে টানা কয়েকদিন।
দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে বুধবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রঝড়সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ (Weather Update)। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফা বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, যার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনিবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে।
কলকাতার আবহাওয়াতেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বুধবার সকালে শহরে প্রচণ্ড গরম ও অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯১ শতাংশ পর্যন্ত থাকায় ঘামঝরানো গরম অনুভূত হবে। তবে বৃহস্পতিবার থেকে বজ্রঝড় শুরু হলে কিছুটা স্বস্তি মিললেও উইকেন্ডে আবার বৃষ্টি কমে গেলে গরম ও আর্দ্রতা বেড়ে যাবে।
অর্থাৎ, উত্তরবঙ্গবাসীর জন্য অপেক্ষা করছে অতি ভারী বৃষ্টি আর সম্ভাব্য প্লাবনের আশঙ্কা। আর দক্ষিণবঙ্গের মানুষের সামনে বড় চ্যালেঞ্জ বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া ও আর্দ্র গরম।