Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দাগিদের তালিকায় নাম খোদ তৃণমূল কাউন্সিলরের! এবার হাইকোর্টে মামলার হুমকি নেত্রীর
জেলা

দাগিদের তালিকায় নাম খোদ তৃণমূল কাউন্সিলরের! এবার হাইকোর্টে মামলার হুমকি নেত্রীর

uheli
Email :134

অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই ফাঁস হচ্ছে একের পর এক নাম। এই তালিকায় আছে রাজপুর-সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (TMC Councillor) কুহেলি ঘোষের নামও। তালিকা প্রকাশের পর তিনি মুখ খুলেছেন। কুহেলি জানিয়েছেন, আগামী সোমবার তিনি কলকাতা হাইকোর্টে ফের মামলা করবেন।

কাউন্সিলর (TMC Councillor) কুহেলি ঘোষ বলেন, “আমি আগেই সিবিআইকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলাম। আদালতে বলেছিলাম, যে কোনও তদন্তকারী সংস্থা আমাকে ডাকুক। কিন্তু আজ পর্যন্ত কেউ ডাকেনি। এখন জানতে পারি তালিকায় আমার নাম এসেছে। কিন্তু কেন আমার নাম সেখানে, তা আমি বুঝতে পারছি না।”

দাগি তালিকার ৬৪৭ নম্বরে কুহেলির (TMC Councillor) নাম আছে। তিনি প্রথমে প্রাথমিক শিক্ষিকার পদে কাজ করেছিলেন, পরে হাইস্কুলে শিক্ষকতা পেয়েছেন। কুহেলি দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। এছাড়া, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুরনো প্রাইমারির চাকরিতে ফেরার জন্য সব নথি জমা দিয়েছেন, কিন্তু প্রক্রিয়া এখনও এগোয়নি। পরীক্ষা দিয়ে, নিয়ম মেনে চাকরি পেয়েছেন বলে জানান তিনি।

তালিকায় আরও অনেক রাজনৈতিক পরিচিত নাম রয়েছে। খানাকুলের তৃণমূল নেতা বিভাসের নাম ৩১৬ নম্বরে আছে। তিনি হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য এবং তারকেশ্বরের একটি বিদ্যালয়ে কর্মরত ছিলেন। শুধু বিভাস নয়, ১৩৩২ নম্বরে তার স্ত্রী সন্তোষি মালিকের নামও আছে। তালিকায় রয়েছে জেলা পরিষদের সদস্যা সাহিনা সুলতানার নামও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts