বর্ষাকাল এলেই ঘরের প্রতিটি কোণায় ভ্যাপসা গন্ধ ভর করে (Room Freshner)। যতই পরিষ্কার রাখা হোক, স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে ঘর অস্বস্তিকর হয়ে ওঠে। অনেকেই বাজারচলতি এয়ার ফ্রেশনার ব্যবহার করেন, কিন্তু এগুলো কৃত্রিম আর ক্ষতিকর (Room Freshner)। অথচ বাড়িতেই সহজ উপায়ে প্রাকৃতিক সুগন্ধি তৈরি করা যায়, যা ঘরকে রাখবে একেবারে সতেজ।
সবচেয়ে সহজ উপায় হল কর্পূর ব্যবহার (Room Freshner)। ঘরে পুজোয় যে কর্পূর ব্যবহার করা হয়, সেটিই হয়ে উঠতে পারে প্রাকৃতিক এয়ার ফ্রেশনার। সুতির পরিষ্কার কাপড়ে কয়েক টুকরো কর্পূর রেখে আলমারির ভেতরে রাখলেই আর পোশাকে ভ্যাপসা গন্ধ হবে না, এমনকি পোকামাকড়ও পালাবে।
ঘর মোছার সময়ও কাজে লাগানো যায় কর্পূর। এক মুঠো কর্পূরের টুকরো গুঁড়ো করে মোছার জলে মিশিয়ে নিলে ঘর ভরে যাবে মনমাতানো সুগন্ধে।
শুধু তাই নয়, স্নানঘরের দুর্গন্ধ থেকেও মুক্তি দেবে কর্পূর। স্নানঘরের কোণায় একটি ছোট বাটিতে কর্পূর রেখে দিন, দেখবেন বাজে গন্ধ একেবারে উধাও।
এমনকি বসার ঘর বা শোবার ঘরেও ফুলের পাপড়ির সঙ্গে কয়েক টুকরো কর্পূর রাখলেই পুরো ঘরটা ভরে উঠবে এক প্রাকৃতিক সুগন্ধে। রাসায়নিক কিছু না ব্যবহার করেই ঘরকে রাখা যাবে পরিষ্কার, স্বাস্থ্যকর এবং সুবাসিত।