Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ধনশ্রীর কান্নার পর চাহালের রহস্যময় পোস্ট! কী বার্তা দিলেন ক্রিকেটার?
বিনোদন

ধনশ্রীর কান্নার পর চাহালের রহস্যময় পোস্ট! কী বার্তা দিলেন ক্রিকেটার?

uvendra chahal
Email :4

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) আর অভিনেত্রী-কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার বিচ্ছেদের খবর নিয়ে ফের শুরু হয়েছে চর্চা। কিছুদিন আগে রাজ শামানির পডকাস্টে চাহালকে দেখা গিয়েছিল। এবার তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী খুলে বললেন পাঁচ বছরের দাম্পত্য ভাঙার যন্ত্রণা। তিনি জানান, রায়ের দিন আদালতে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলেন সবার সামনে। মানসিকভাবে তৈরি থাকলেও সেই মুহূর্ত তাঁর কাছে ছিল অসহনীয়।

ধনশ্রী জানান, রায়ের দিন তিনি মিডিয়ার ক্যামেরা এড়িয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান। কারণ তিনি চাননি সবার সামনে সেই মুহূর্ত ধরা পড়ুক। আরও বলেন, “আমি সাধারণ টি-শার্ট আর জিন্স পরে ছিলাম। গাড়িতে উঠে আমি আর আমার সেরা বন্ধু দু’জনেই হাঁপাচ্ছিলাম। যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল সব দোষ কেবল আমাকেই দেওয়া হবে।”

এদিন তিনি চাহালের (Yuzvendra Chahal) আদালতের বাইরের সেই অদ্ভুত পোশাক নিয়েও মন্তব্য করেন। বিচ্ছেদের শুনানির দিন চাহাল (Yuzvendra Chahal) পরে এসেছিলেন একটি টি-শার্ট, যেখানে লেখা ছিল— “Be Your Own Sugar Daddy”। ধনশ্রী সেই প্রসঙ্গে হালকা রসিকতার সুরে বলেন, “এই কথা তো হোয়াটসঅ্যাপে লিখেই পাঠানো যেত! টি-শার্ট পরে আসার কী দরকার ছিল?”

ধনশ্রীর এই সাক্ষাৎকারের পরই যুজবেন্দ্র (Yuzvendra Chahal) চাহাল ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিজের প্রথম পোস্ট। ইংল্যান্ডের কির্কস্টোন পাস পাহাড়ি অঞ্চলে দাঁড়িয়ে তাঁর কিছু ছবি শেয়ার করেন। ছবিতে কখনও তিনি দু’হাত ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, কখনও বা গভীর চিন্তায় পাহাড়ের দিকে চেয়ে আছেন। তবে সবার নজর কাড়ে তাঁর রহস্যময় ক্যাপশন—
“Million feelings, Zero words.” অর্থাৎ হাজারো অনুভূতি আছে, কিন্তু বলার মতো একটি শব্দও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts