Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • জলে ডুবে গেল অমিতাভ বচ্চনের বাংলো ‘প্রতীক্ষা’, তোলপাড় সোশ্যাল মিডিয়া
বিনোদন

জলে ডুবে গেল অমিতাভ বচ্চনের বাংলো ‘প্রতীক্ষা’, তোলপাড় সোশ্যাল মিডিয়া

amitabh bachchan flood
Email :3

মুম্বইয়ের টানা ভারী বৃষ্টিতে একেবারে অচল হয়ে পড়েছে শহরের জনজীবন। রাস্তায় জমে গেছে হাঁটু সমান জল, গাড়ির জ্যামে নাজেহাল সাধারণ মানুষ। তবে শুধু সাধারণ মানুষই নয়, এবার বৃষ্টির প্রভাব গিয়ে পড়েছে বলিউড তারকাদের বাড়িতেও। জল ঢুকে পড়েছে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) পুরনো বাংলো ‘প্রতীক্ষা’য়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাংলোর ভেতর ও বাইরের জলমগ্ন ছবি আর ভিডিও, যা দেখে চিন্তায় পড়েছেন ভক্তরা।

জুহুর এই বাংলো বচ্চন (Amitabh Bachchan) পরিবারের কাছে বিশেষ আবেগের জায়গা। ১৯৭৬ সালে অমিতাভ বচ্চন এই বাড়িটি কেনেন। এখানেই মা তেজি বচ্চন ও বাবা, প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের সঙ্গে থাকতে শুরু করেন তিনি (Amitabh Bachchan)। এই বাংলোতেই জন্ম হয়েছিল তাঁর দুই সন্তান—শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চনের। পরবর্তীতে পরিবারের মূল বাড়ি হয়ে ওঠে ‘জলসা’, যা প্রতীক্ষা থেকে মাত্র এক কিলোমিটার দূরে।

বর্তমানে ‘প্রতীক্ষা’ বাংলো অমিতাভ তাঁর (Amitabh Bachchan) মেয়ে শ্বেতার নামে লিখে দিয়েছেন। কিন্তু প্রবল বর্ষণে আজ সেই বাংলোর অবস্থা করুণ। ভেতরে-বাইরে জল জমে একেবারে ডুবে গেছে বাংলোর অনেকটা অংশ।

প্রশাসনের তরফে এখনও বিশেষ কোনও পদক্ষেপের খবর না মিললেও, বিএমসি জানিয়েছে জল নিষ্কাশনের কাজ চলছে। তবে এবারের বৃষ্টিপাত আগের বছরের তুলনায় অনেক বেশি হওয়ায় এমন বিপত্তি আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts