Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • আমির খানের ভাইয়ের বিস্ফোরক অভিযোগ— এক বছর বন্দি করে রেখেছিলেন আমির!
বিনোদন

আমির খানের ভাইয়ের বিস্ফোরক অভিযোগ— এক বছর বন্দি করে রেখেছিলেন আমির!

aamir khan brother
Email :63

আমির খান ও তাঁর পরিবার সম্প্রতি ফয়সাল খানের অভিযোগের জবাব দিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন। ফয়সাল (Aamir Khan Brother) দাবি করেছিলেন, পরিবার তাঁর সঙ্গে অমানবিক আচরণ করেছে এবং জোর করে আটকে রেখেছে। এই অভিযোগকে পরিবার “বেদনাদায়ক ও বিভ্রান্তিকর” বলে আখ্যা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফয়সালকে (Aamir Khan Brother) ঘিরে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত পরিবারের সবার পরামর্শে এবং একাধিক চিকিৎসকের মতামতের ভিত্তিতে হয়েছে। লক্ষ্য ছিল তাঁর মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা। পরিবারের দাবি, তাঁরা ভালোবাসা ও সহানুভূতির জায়গা থেকেই কাজ করেছেন এবং এই কঠিন সময়ের বিস্তারিত প্রকাশ করতে চাননি। মিডিয়ার কাছে পরিবারের অনুরোধ—ব্যক্তিগত বিষয়কে চটকদার বা উসকানিমূলক করে তুলবেন না। এই বিবৃতিতে রীনা দত্ত, জুনাইদ খান, ইরা খান, কিরণ রাও, মনসুর খান, ইমরান খানসহ পরিবারের বহু সদস্যের নাম যুক্ত ছিল।

অন্যদিকে, ফয়সাল (Aamir Khan Brother) এক সাক্ষাৎকারে বলেন, তাঁর পরিবার তাঁকে স্কিজোফ্রেনিয়া রোগী বলে ঘোষণা করে এবং “উন্মাদ” আখ্যা দেয়। তাঁর অভিযোগ, একবার আমির খান তাঁকে মুম্বইয়ের বাড়িতে এক বছরেরও বেশি সময় বন্দি করে রাখেন, ফোন কেড়ে নেন, দরজার বাইরে নিরাপত্তারক্ষী বসান এবং ওষুধ খাওয়ান। ফয়সালের দাবি, তাঁকে বাইরে যেতে দেওয়া হতো না, এমনকি বাবার সঙ্গে যোগাযোগের সুযোগও পেতেন না। এই এক বছরের বন্দিত্বের পর, বহু অনুরোধে আমির অবশেষে তাঁকে অন্য বাড়িতে থাকার অনুমতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts