Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • আমির খান ও সঞ্জয় দত্তকে নাকি গোপনে বিয়ে করেছিলেন প্রীতি জিন্টা! আসল সত্য ফাঁস
বিনোদন

আমির খান ও সঞ্জয় দত্তকে নাকি গোপনে বিয়ে করেছিলেন প্রীতি জিন্টা! আসল সত্য ফাঁস

priti zinta
Email :4

প্রীতি জিন্টা (Priti Zinta), বলিউডের ‘বাবলি গার্ল’, যাঁর হাসি আর গালের টোল একসময় অসংখ্য ভক্তের হৃদয় কেঁপে তুলেছিল। বর্তমানে তিনি মার্কিন স্বামী জেনে গুডএনাফের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে সুখের সংসার করছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ২০০১ সালে প্রীতিকে ঘিরে এক চাঞ্চল্যকর গুজব ছড়িয়ে পড়েছিল—তিনি নাকি আমির খান ও সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করেছেন!

ঘটনার শুরু ‘দিল চাহাতা হ্যায়’ মুক্তির পর। প্রীতি ও আমিরের জুটি দর্শকের প্রশংসা কুড়োচ্ছিল। সেই সময় সঞ্জয় দত্তের সঙ্গে একটি ম্যাগাজিনের জন্য ফটোশুটও করেন প্রীতি (Priti Zinta), যা বেশ জনপ্রিয় হয়। কিন্তু হঠাৎই গসিপ ম্যাগাজিনে খবর বেরোয়—প্রীতি নাকি আমির খানকে গোপনে বিয়ে করেছেন। খবর শুনে প্রীতি ভীষণ অবাক ও কষ্ট পেয়েছিলেন। তিনি বলেন, আমিরই তাঁকে বুঝিয়ে ছিলেন গুজবে পাত্তা না দিতে।

কিন্তু এখানেই শেষ নয়। একই বছরে আবার খবর ছড়ায়, প্রীতি নাকি সঞ্জয় দত্তকেও গোপনে বিয়ে করেছেন। অথচ সঞ্জয় তাঁর পরিবারের মতো, প্রায় দাদার সমান ঘনিষ্ঠ। এই গুজবে প্রীতি (Priti Zinta) এতটাই বিরক্ত হন যে তাঁর ম্যানেজার সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করেন।

প্রীতি আজও মনে করেন, সাধারণ মানুষ এসব গসিপে মজা পেলেও তারকা জীবনে এর প্রভাব ভয়াবহ। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রীতি মার্কিন ব্যবসায়ী জেনে গুডএনাফকে বিয়ে করেন এবং এখন বেশিরভাগ সময় লস অ্যাঞ্জেলেসে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts