Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ভাইজানের ওপর ফের গ্যাংয়ের চোখ! মুম্বইয়ে একে-৪৭ এর হুমকি, শুটিং শুরু হওয়ার আগেই ভাঙল সেট!
বিনোদন

ভাইজানের ওপর ফের গ্যাংয়ের চোখ! মুম্বইয়ে একে-৪৭ এর হুমকি, শুটিং শুরু হওয়ার আগেই ভাঙল সেট!

salman khan a
Email :2

বলিউডের ভাইজান সলমন খানের (Salman Khan) মাথার উপর যেন ক্রমশ ঘনিয়ে আসছে বিপদের মেঘ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি তাঁর জীবনে নতুন কিছু নয়, কিন্তু এবার সেই আতঙ্ক যেন আরও তীব্র রূপ নিয়েছে। সম্প্রতি গ্যাংয়ের পক্ষ থেকে প্রকাশ করা এক অডিও ক্লিপে স্পষ্ট হুঁশিয়ারি—যে কোনও প্রযোজক বা পরিচালক সলমনের সঙ্গে কাজ করলে, তাঁর মৃত্যুর দায়ও বহন করতে হবে। এমনকি প্রয়োজনে মুম্বইয়ের রাস্তায় একে-৪৭ নিয়ে নামার হুমকিও শোনা গেছে সেই বার্তায় (Salman Khan)।

এবার ঘটল আরও চমকে দেওয়া এক ঘটনা। পরিচালক অপূর্ব লাখিয়ার আসন্ন ছবি ব্যাটল অফ গলওয়ান—যেখানে মুখ্য ভূমিকায় আছেন সলমন খান(Salman Khan) —তার জন্য মুম্বইয়ের মেহবুব স্টুডিওতে তৈরি করা হয়েছিল বিশাল সেট। কিন্তু হঠাৎ করেই সেই সেট গুঁড়িয়ে ফেলা হয়েছে। বলিপাড়ার গুঞ্জন, লরেন্স বিষ্ণোইয়ের বারবার হুমকির জেরে কোনও ঝুঁকি নিতে চাইছেন না প্রযোজকরা। তাই শুটিং শুরুর আগেই ভেঙে ফেলা হয়েছে এই জমকালো সেট (Salman Khan)। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি।

উল্লেখ্য, ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনারা যে সাহসিকতার সঙ্গে চিনা বাহিনীর মোকাবিলা করেছিল, সেই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটেই নির্মিত হচ্ছে এই ছবি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক , যা দেখে ভক্তরা উচ্ছ্বসিত হলেও, এখন সেট ভাঙার ঘটনায় তাদের মনেও তৈরি হয়েছে নানা প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts