মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারাল মাত্র চার বছরের একটি শিশু (Thane)। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণে শহরের এক বহুতল আবাসনে। ১২তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ছোট্ট অণ্বিকা প্রজাপতির। ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার, আর সেই সঙ্গে কাঁদছে গোটা আবাসন ও প্রতিবেশী মহল (Thane)।
জানা গিয়েছে, শনিবার সকালে অণ্বিকার মা বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় তিনি কিছুক্ষণের জন্য অণ্বিকাকে জানালার পাশে থাকা একটি জুতোর র্যাকের উপর বসান (Thane)। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মা অণ্বিকাকে র্যাকের ওপর বসিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন।
কিন্তু শিশুটি কিছুক্ষণের মধ্যেই র্যাক বেয়ে উঠে যায় জানালার কার্নিশে। কার্নিশে বসে খেলতে খেলতেই হঠাৎই ভারসাম্য হারায় অণ্বিকা, এবং সেখান থেকেই ১২তলা নিচে পড়ে যায় সে (Thane)। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। পরিবারের তরফেও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে তদন্তের জন্য আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে।
যদিও সেই ভিডিওটি অত্যন্ত হৃদয়বিদারক হওয়ায়, সম্মান জানিয়ে কোনও সংবাদমাধ্যম প্রকাশ করেনি তা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অণ্বিকা ছিল অত্যন্ত প্রাণবন্ত ও মিষ্টি মেয়ে। এই দুর্ঘটনায় গোটা আবাসনের পরিবেশ থমথমে হয়ে পড়েছে।