Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • বৃষ্টি, যানজট, আর এক মর্মান্তিক মৃত্যু! কেষ্টপুরে ২১১ রুটের বাসের চাকায় পিষ্ট ডেলিভারি বয়!
রাজ্য

বৃষ্টি, যানজট, আর এক মর্মান্তিক মৃত্যু! কেষ্টপুরে ২১১ রুটের বাসের চাকায় পিষ্ট ডেলিভারি বয়!

delivery boy
Email :10

লাগাতার বৃষ্টিতে রাস্তাঘাট জলের তলায়। তার সঙ্গে যুক্ত হয়েছে প্রবল যানজট। এরই মধ্যে বাগুইআটিতে (Baguihati) ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। কেষ্টপুর ভিআইপি রোডের মোড়ে মৃত্যু হল এক ডেলিভারি বয়ের। একটি ২১১ রুটের বাসের তলায় পিষে প্রাণ হারালেন ওই যুবক (Baguihati)।

শনিবার দুপুরে কেষ্টপুর মোড়ের কাছে খড়িবাড়ির দিকে যাচ্ছিল ২১১ রুটের একটি যাত্রীবাহী বাস (Baguihati)। সেই সময় বাইকে চড়ে একটি অনলাইন ডেলিভারির কাজ করছিলেন অমিত মান্না নামের যুবক। অভিযোগ, তখন একসঙ্গে চলছিল দু’টি ২১১ রুটের বাস। একে অপরকে ওভারটেক করতে গিয়েই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস এসে ধাক্কা মারে ওই ডেলিভারি বয়কে। মুহূর্তেই গাড়ির চাকায় পিষ্ট হন তিনি (Baguihati)।

ঘটনার পর পরই আশপাশের লোকজন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ ছুটে আসেন। অমিতকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় ভিআইপি রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তাঁর।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অমিত মান্না। বয়স আনুমানিক ২৫ বছর। তিনি মেদিনীপুরের বাসিন্দা। পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই সময় এলাকায় কোনও পুলিশ ছিল না। তাঁরা নিজেরাই আহত যুবককে হাসপাতালে পৌঁছে দেন। তাঁদের বক্তব্য, “প্রতিদিন এই জায়গায় এমন ঘটনা ঘটে। চালকরা ওভারটেক করতে গিয়ে বিপজ্জনক ভাবে গাড়ি চালান। যাত্রী তোলার জায়গা নির্দিষ্ট না হলেও রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলা হয়। এটা কোনওভাবেই রোখা যাচ্ছে না।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত এই রুটে বাসচালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। নইলে আরও প্রাণহানির আশঙ্কা থেকেই যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts