বলিউডের প্রথম সারির অভিনেত্রী করিশ্মা কপূরের (Karishma Kapoor) সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে কাজ করেছেন পরিচালক সুনীল দর্শন। সম্প্রতি সাংবাদিক বিকি লালওয়ানির ইউটিউব চ্যানেলে একান্ত সাক্ষাৎকারে নিজের পুরনো সহকর্মী করিশ্মা (Karishma Kapoor)এবং তাঁর প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের সম্পর্ক, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দর্শন ।
সঞ্জয় কপূরের অকালপ্রয়াণের (জুন ২০২৫, পোলোর ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু) পর করিশ্মার (Karishma Kapoor) প্রতি সহানুভূতি জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, “আমরা একে অপরের সঙ্গে কিছু বিনিময় করেছি… আমি খুব ভালো করেই জানতাম আসল ব্যাপারটা। প্রথম দিন থেকেই বুঝেছিলাম। করিশ্মা আর সঞ্জয়ের বোন ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। কিন্তু কিছু জিনিস থেকে যাওয়াই ভালো।”
সুনীল দর্শনের মতে, করিশ্মার (Karishma Kapoor) বাগদান ভাঙার পর আচমকাই হয় সঞ্জয়ের সঙ্গে বিয়ে। “বিষয়টা অনেকটা হঠাৎ… যেন নক্ষত্রের হিসেবেই কিছু ঘটে যাচ্ছিল,” বলেন দর্শন। “ওদের কখনও জুটি হিসেবে কেউ দেখেনি। যেন ভাগ্যই ওদের ওভাবে জুড়ে দিল।” তিনি ইঙ্গিত দেন, আবেগের ঘূর্ণাবর্তেই হয়তো সেই বিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়।
এই বিয়ের পর জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসে করিশ্মার (Karishma Kapoor)। তিনি একটি সাধারণ, সংসারী জীবনের স্বপ্ন দেখতেন বলে জানান দর্শন। “ও গল্ফ খেলে উইকেন্ড কাটাতে চাইত না, বরং বাড়িতেই সময় কাটানো পছন্দ করত। খুব মাটির মানুষ ছিল। তারকাখ্যাতি সত্ত্বেও খুব সাধারণ জীবনযাপন করত।”
কিন্তু সঞ্জয় কপূরের পরিবারের কাছে করিশ্মা (Karishma Kapoor) হয়ে উঠেছিলেন যেন এক ‘ট্রফি ওয়াইফ’। দর্শন স্পষ্ট জানান, “সমস্যাটাই সেখানেই তৈরি হয়েছিল। শুনেছি করিশ্মাকে এমন এক জগতে ফেলে দেওয়া হয়েছিল, যেটা একেবারেই ওর নয়। দিল্লির নিজস্ব একটা সংস্কৃতি আছে, যেখানে ও একেবারেই মানিয়ে নিতে পারেনি।”
রাজ কপূরের নাতনি করিশ্মা (Karishma Kapoor) , বলিউডের এক নম্বর নায়িকা হয়ে ওঠার পরেও নিজের শিকড়কে কখনও ভুলে যাননি। সুনীল দর্শনের কথায়, “ও সবসময় খুব সাধারণ। কিন্তু সঞ্জয়ের জগতে ও নিজেকে খাপ খাওয়াতে পারেনি। অগণিত গাড়ি, বিশাল প্রাসাদ—সব কিছু থাকা সত্ত্বেও, সেটি ওর নিজের জগৎ ছিল না।”
২০০৩ সালে সঞ্জয় কপূরের সঙ্গে বিয়ে হয়েছিল করিশ্মার। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। সঞ্জয় কপূরের আকস্মিক মৃত্যু যেন নতুন করে আলোচনায় ফিরিয়ে আনল বলিউডের এই আলোচিত অধ্যায়।