Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • জিৎ-কে এমন আগে দেখেননি! মাস্টারদার নেতৃত্বে অস্ত্র হাতে দেশরক্ষার লড়াই, আসছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’!
বিনোদন

জিৎ-কে এমন আগে দেখেননি! মাস্টারদার নেতৃত্বে অস্ত্র হাতে দেশরক্ষার লড়াই, আসছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’!

jeet
Email :5

জিৎ (Jeet) এবার শুধুই সুপারস্টার নন, বড়পর্দায় ধরা দিতে চলেছেন এক বীর বিপ্লবীর চরিত্রে। আর এই চরিত্রেই তিনি প্রথমবার অভিনয় করছেন একটি বায়োপিকে। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে সিনেমার নাম—‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নেতৃত্বদাতা বিপ্লবী অনন্ত সিংহ-র জীবনের উপর ভিত্তি করেই তৈরি হতে চলেছে এই ছবি (Jeet) । মে মাসে ছবির কথা প্রথম সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল চরমে। এবার জানা গেল বহু প্রতীক্ষিত সেই ছবির শুটিং শুরু হচ্ছে এই বছরের অক্টোবর মাসে, অর্থাৎ দুর্গাপুজোর পর (Jeet) ।

সম্প্রতি ‘ম্যাডাম সেনগুপ্ত’ ছবির সাফল্য ও প্রযোজনা সংস্থার নতুন অফিস উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন জিৎ (Jeet) , ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রযোজক অশোক ধানুকা। সেখানেই ঘোষণা করা হয়, কলকাতা, ঝাড়খণ্ড এবং মাসাঞ্জর ড্যামের মতো গুরুত্বপূর্ণ লোকেশনে শুরু হবে ছবির শুটিং। ইতিমধ্যেই ঐতিহাসিক এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিজস্ব হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন জিৎ।

এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর নিজের প্রযোজনা সংস্থার বাইরে অন্য একটি প্রযোজনা সংস্থার ছবিতে কাজ করছেন জিৎ (Jeet) । ছবিটি পরিচালনা করছেন পথিকৃৎ বসু, প্রযোজনায় থাকছে নন্দী মুভিজ এবং পরিবেশনায় প্রদীপ কুমার নন্দী।

ছবির গল্প আবর্তিত হবে ষাটের দশকের কলকাতার প্রেক্ষাপটে (Jeet) । তুলে ধরা হবে সেই সময়কার ব্রিটিশবিরোধী আন্দোলনের পটভূমি, যেখানে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অনন্ত সিংহ ধাপে ধাপে জড়িয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। কীভাবে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন এই ভুলে যাওয়া বিপ্লবী, যাঁর নাম আজ অনেকেই জানেন না—সেই বীরত্বের গাঁথা নিয়েই আসছে এই ছবি।

জিৎ নিজেও জানিয়েছেন, “আমি আগে কখনও কোনও বায়োপিকে অভিনয় করিনি। অনন্ত সিংহের চরিত্রটি শুধু চ্যালেঞ্জিং নয়, ঐতিহাসিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে সম্মানের।”

অন্যদিকে, পরিচালক পথিকৃৎ বসু বলেছেন, “আমরা অনেক স্বাধীনতা সংগ্রামীর গল্প জানি, কিন্তু অনন্ত সিংহের নাম আজ অনেকেই ভুলে গিয়েছেন। অথচ, তিনি ছিলেন প্রকৃত দেশনায়ক। তাই তাঁর জীবনকাহিনি বড়পর্দায় তুলে আনার এটাই উপযুক্ত সময়।”

জিৎকে বিপ্লবীর ভূমিকায় দেখার অপেক্ষায় এখন গোটা বাংলা। এই ছবি শুধু বিনোদন নয়, ইতিহাসের পুনরাবৃত্তি, এবং এক সাহসী কণ্ঠস্বরের নতুন পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts