Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • স্টারকিড হয়েও রেহাই নেই! জ্যামি লিভারকে বলা হয়েছিল, “৫০ বছরের পুরুষকে মুগ্ধ করো”—তারপর যা হল…
বিনোদন

স্টারকিড হয়েও রেহাই নেই! জ্যামি লিভারকে বলা হয়েছিল, “৫০ বছরের পুরুষকে মুগ্ধ করো”—তারপর যা হল…

jammie lever
Email :5

তারকা সন্তান মানেই কি বিনোদুনিয়ায় সব কিছু সহজে মিলে যায়? না, বাস্তবটা ততটা সরল নয়। সম্প্রতি এক চাঞ্চল্যকর অভিজ্ঞতা শেয়ার করে সেই ধারণাকেই তছনছ করে দিলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভারের কন্যা জ্যামি লিভার (Jammie Lever)। এক আন্তর্জাতিক প্রজেক্টের অডিশনের নাম করে কীভাবে তাঁকে ‘ফাঁদে’ ফেলার চেষ্টা হয়েছিল, সেই ঘটনার বিস্তারিত বর্ণনায় শিউরে উঠছেন নেটিজেনরা(Jammie Lever)।

এক সাক্ষাৎকারে জ্যামি জানান, একটি আন্তর্জাতিক চরিত্রের জন্য তাঁকে অনলাইনে অডিশন দিতে বলা হয় (Jammie Lever)। শুরুতেই স্পষ্ট করে দেওয়া হয়, চরিত্রটি অত্যন্ত ‘বোল্ড’। এরপর অডিশন চলাকালীন ফোনের ওপার থেকে তাঁকে বলা হয়, “ভাবো তোমার সামনে একজন পঞ্চাশোর্ধ্ব পুরুষ বসে আছেন, আর তুমি তাঁকে আকর্ষিত করার চেষ্টা করছো।” এখানেই থেমে থাকেনি বিষয়টি—জ্যামিকে অডিশনের স্বার্থে নগ্ন হওয়ার কথাও বলা হয়। এই প্রস্তাবে তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বেরিয়ে আসেন তিনি (Jammie Lever)।

জ্যামি (Jammie Lever) আরও বলেন, তাঁকে জানানো হয়েছিল, পুরো অডিশন হবে ভিডিও কলে। তবে কোনও স্ক্রিপ্ট দেওয়া হয়নি। কারণ হিসেবে বলা হয়, স্ক্রিপ্টে নাকি এখনও কিছু পরিবর্তন বাকি। সময়মতো তিনি ভিডিও কলের লিঙ্কও পেয়ে যান এবং যোগ দেন। বলা হয়েছিল, ভিডিও কলে যিনি থাকবেন, তিনি ছবির পরিচালক। কিন্তু যিনি ছিলেন, তিনি একবারের জন্যও তাঁর মুখ দেখাননি। জানান, তিনি নাকি ‘ট্রাভেল’ করছেন।

এই গোটা ঘটনার মধ্যেই জ্যামির মনে সন্দেহ জাগে। তাঁর বক্তব্য, “এভাবেই বহু মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলা হয়। আমি ভাগ্যক্রমে বেরিয়ে আসতে পেরেছি। তবে আমার উচিত ছিল না ওই লিঙ্কে ঢোকা।”

এই চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বিনোদন মহলে। একদিকে যেমন এই অভিজ্ঞতা বলিউডের গ্ল্যামার ইন্ডাস্ট্রির অন্ধকার দিক তুলে ধরেছে, অন্যদিকে সাহসিকতার সঙ্গে মুখ খুলে অনেককেই সতর্ক করলেন জ্যামি লিভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts