পশ্চিমবঙ্গজুড়ে ফের ভয় ধরাচ্ছে নিম্নচাপ। রাজ্যের পশ্চিমাংশের দিকে ক্রমশই সরে এসেছে গভীর নিম্নচাপ (Weather Update)। শুক্রবার রাতেই সেটি অবস্থান নিয়েছে মেদিনীপুর শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাঁকুড়া থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই গভীর নিম্নচাপ বাংলার উপর দিয়েই ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ইতিমধ্যেই তার জেরে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি এবং সঙ্গে বইছে দমকা ঝোড়ো হাওয়া (Weather Update)।
শুক্রবার সকাল থেকেই গোটা রাজ্যজুড়ে কখনও ভারী তো কখনও মাঝারি বৃষ্টি চলছে (Weather Update)। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দাপুটে ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ৩১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় শুক্রবার রাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।
এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য জারি রয়েছে হলুদ সতর্কবার্তা (Weather Update)।
শনিবারও দুর্যোগ থামছে না। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ফের ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, আগামী ২৭ জুলাই মুর্শিদাবাদ ও নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে।
এই মুহূর্তে রাজ্যজুড়ে প্রাকৃতিক দুর্যোগের আবহে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। নীচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে, সেই সঙ্গে যান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন।