Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • গর্ভবতী থাই মহিলা বিমানে প্রসব যন্ত্রণায়! কেবিনেই জন্ম নিল সুস্থ শিশু, এয়ারহোস্টেস হয়ে উঠলেন দেবদূত
দেশ

গর্ভবতী থাই মহিলা বিমানে প্রসব যন্ত্রণায়! কেবিনেই জন্ম নিল সুস্থ শিশু, এয়ারহোস্টেস হয়ে উঠলেন দেবদূত

air india express
Email :39

এক অবিশ্বাস্য ও বিরল ঘটনার সাক্ষী রইল মুসকাট থেকে মুম্বাইগামী একটি Air India Express বিমানের যাত্রীরা। মাঝ আকাশেই এক থাই মহিলা যাত্রী প্রসব যন্ত্রণায় পড়ে যান, আর তারপর বিমানের কেবিনে জন্ম নেয় একটি সুস্থ শিশুপুত্র! সম্পূর্ণ ঘটনাটি সামলান বিমানের কেবিন ক্রুরা এবং বিমানে থাকা এক প্রশিক্ষিত নার্স, যা নিঃসন্দেহে এক অভাবনীয় মানবিক দৃষ্টান্ত হয়ে রইল (Air India Express)।

এয়ারলাইন্স (Air India Express) সূত্রে জানানো হয়েছে, যাত্রাপথে আচমকা ওই থাই মহিলা প্রসব যন্ত্রণায় ভুগতে শুরু করেন। সঙ্গে সঙ্গে বিমানকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন, তৈরি করে ফেলেন নিরাপদ পরিবেশ। কেবিন ক্রুরা এমন পরিস্থিতির জন্য বিশেষ প্রশিক্ষিত থাকায় তাঁরা পুরো প্রসব প্রক্রিয়াটি দক্ষতার সঙ্গে সামলান। সহায়তা করেন বিমানে থাকা এক নার্সও।

বিমানের পাইলট পরিস্থিতির গুরুত্ব বুঝে মুম্বাই এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (ATC) দ্রুত বার্তা পাঠিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ল্যান্ডিংয়ের অনুমতি চেয়ে নেন, যাতে বিমান মুম্বাইতে দ্রুত অবতরণ করতে পারে ও মা ও নবজাতকের যথাযথ চিকিৎসা শুরু হয়।

মুম্বাই পৌঁছেই মা ও সদ্যোজাত শিশুকে দ্রুত স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়, সঙ্গে যান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এর একজন কর্মী, যিনি পুরো প্রক্রিয়ায় পাশে থেকে সহায়তা করে যান।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের  বিবৃতিতে বলা হয়েছে, “এই অনন্য মুহূর্ত শুধু আমাদের ক্রুদের দক্ষতা নয়, তাঁদের মানবিক মনোভাব, সাহস ও দলগত সহযোগিতার দৃষ্টান্ত হিসেবেও ইতিহাসে রয়ে যাবে।” বিমানের ককপিট ও কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, চিকিৎসাকর্মী এবং বিমানবন্দরের প্রশাসনিক কর্মীদের মধ্যে অসাধারণ সমন্বয় নজর কাড়ে।

মুম্বাইতে অবতরণের পর থাই কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে ফেরার ব্যবস্থা করা হয়েছে মা ও শিশুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts