Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • মৌনী রায়ের নতুন লুক দেখে অবাক অনুরাগীরা! বলিউডের গোপন গল্প ফাঁস করতে আসছেন মধুর ভাণ্ডারকর!
বিনোদন

মৌনী রায়ের নতুন লুক দেখে অবাক অনুরাগীরা! বলিউডের গোপন গল্প ফাঁস করতে আসছেন মধুর ভাণ্ডারকর!

bollywood wives
Email :4

গ্ল্যামার দুনিয়ার চকমকে মোড়া পর্দার আড়ালের বাস্তবতা তুলে ধরতেই পরিচালক মধুর ভাণ্ডারকর (Bollywood) শুরু করলেন তাঁর ১৬তম ছবি ‘The Wives’। ৯ জুলাই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানালেন নতুন সফরের শুরু (Bollywood)।

এই ছবিতে অভিনয় করছেন মৌনী রায়, সোনালি কুলকার্নি এবং রেজিনা ক্যাসান্দ্রা। বলিউডের (Bollywood) জগতে বহুল আলোচিত ‘সেলিব্রিটি ওয়াইফ’-দের জীবনের অজানা অধ্যায় এবার উঠে আসবে বড় পর্দায়। গ্ল্যামার আর গসিপের আড়ালে লুকিয়ে থাকা তীব্র বাস্তবতা আর আবেগের রূপরেখা তৈরি করছেন ভাণ্ডারকর, একেবারে তাঁর চিরচেনা স্টাইলে (Bollywood)।

মৌনী রায়ও শ্যুটিংয়ের প্রথম দিনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, “এই নতুন ছবির প্রথম দিনটা শুরু হল! সত্যিই উত্তেজনায় ভরপুর, কারণ মধুর ভাণ্ডারকর স্যারের মতো একজন মাস্টারমাইন্ডের সঙ্গে কাজ করছি । নতুন সফরের জন্য অপেক্ষায় আছি। #TheWives”

ভাণ্ডারকর নিজের পোস্টে লেখেন, “আজ শুরু হল আমার ১৬তম ছবি ‘The Wives’-এর শ্যুটিং। গত চার বছর ধরে গ্ল্যামার দুনিয়ার যে চেহারাটা খুঁজছিলাম, সেই কনসেপ্ট-চালিত প্রজেক্ট আজ বাস্তবের মুখ দেখল। ‘ইন্ডিয়া লকডাউন’-এর পর এই নতুন ছবি ঘিরে অনেক স্বপ্ন। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাদের যাত্রায় প্রেরণা দেবে।”

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক আগেই জানিয়েছিলেন, “আমার দর্শক জানেন, আমি যখন কোনও ছবির কাজে নামি, তখন তার প্রতিটি খুঁটিনাটি নিয়ে গভীরভাবে গবেষণা করি। এবার আমি বলিউডের স্ত্রীদের বাস্তব জীবন নিয়ে একটি ছবি বানাতে চলেছি। ছবির নাম ‘Wives of Bollywood’, যা বহুদিন ধরেই আমার কাছে রাখা ছিল।”

ছবির মুক্তির দিন এখনও ঘোষণা হয়নি। ছবিটি প্রযোজনা করছে ভাণ্ডারকর এন্টারটেইনমেন্ট ও PJ Motion Pictures।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts