Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • রাজস্থানে আটক, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া! এবার হেনস্থার শিকার হলে সরাসরি জানানো যাবে পুলিশকে—হোয়াটসঅ্যাপে!
রাজ্য

রাজস্থানে আটক, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া! এবার হেনস্থার শিকার হলে সরাসরি জানানো যাবে পুলিশকে—হোয়াটসঅ্যাপে!

uttar pradesh police
Email :3

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা (Bengal Police)। এমনকি অভিযোগ উঠেছে, তাঁদের বাংলাদেশি বলে চিহ্নিত করে জোর করে সীমান্ত পেরিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে (Bengal Police)। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই রাস্তায় নেমেছে প্রতিবাদে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছেন। এমন এক সঙ্কটজনক পরিস্থিতিতে এবার বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল রাজ্য পুলিশ (Bengal Police)।

রাজ্যের (Bengal Police) তরফে জানানো হয়েছে, ভিনরাজ্যে কর্মরত কোনও পরিযায়ী শ্রমিক বা তাঁর পরিবার যদি সমস্যায় পড়েন, তাহলে তা জানাতে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। যদিও ফোন কল নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই নম্বরে সমস্যার কথা জানাতে হবে। রাজ্য পুলিশের (Bengal Police) পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় রাজ্য পুলিশের (Bengal Police) তরফে একটি বার্তায় জানানো হয়েছে, “আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি, বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া অনেকেই নানা সমস্যার মুখে পড়ছেন। কিন্তু তাঁরা জানতেই পারছেন না কোথায় বা কাকে জানানো উচিত। তাঁদের জন্যই এই হেল্পলাইন চালু করা হল।”

পুলিশ জানিয়েছে, ভিনরাজ্যে সমস্যায় পড়া শ্রমিক বা তাঁদের পরিবারের সদস্যদের অনুরোধ করা হচ্ছে, প্রথমেই যেন স্থানীয় থানায় যোগাযোগ করা হয়। পাশাপাশি জেলার কন্ট্রোল রুমেও জানানো যেতে পারে। এর পাশাপাশি চালু হয়েছে বিশেষ হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর— ৯১৪৭৭২৭৬৬৬। এই নম্বরে মেসেজ করে নাম-ঠিকানাসহ সমস্যার বিস্তারিত জানাতে বলা হয়েছে। প্রতিটি তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।

এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মুখ্যমন্ত্রী নিজে যখন ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর নিপীড়নের প্রসঙ্গ তুলে জাতীয় রাজনীতিতে সরব হয়েছেন, তখন রাজ্য পুলিশের এই হেল্পলাইন শুরু করাকে এক সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts