Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • তিলোত্তমা আন্দোলনের মুখ অনিকেত—পোস্টিং সরানো কি প্রতিশোধ? আদালতের রায়ে নতুন প্রশ্ন
Important

তিলোত্তমা আন্দোলনের মুখ অনিকেত—পোস্টিং সরানো কি প্রতিশোধ? আদালতের রায়ে নতুন প্রশ্ন

aniket mahato
Email :2

সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন ডা. অনিকেত মাহাতো (Aniket Mahato)। কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই দেশের সর্বোচ্চ আদালত রাজ্যের করা মামলা খারিজ করে দিয়েছে। বিচারপতি জে.কে. মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, অনিকেতের পোস্টিং রাখতে হবে আরজি কর মেডিক্যাল কলেজেই, রায়গঞ্জে পাঠানো যাবে না।

গত ২৭ মে রাজ্যের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে অনিকেতকে (Aniket Mahato) রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়া হয়। কিন্তু অনিকেত অভিযোগ করেন, তাঁর র‍্যাঙ্ক ২৪ হলেও আরজি কর মেডিক্যাল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগে চারটি শূন্যপদ থাকা সত্ত্বেও তাঁকে সেখানে সুযোগ দেওয়া হয়নি। শুধু এক জন মেধাতালিকায় তাঁর আগের ডাক্তার নিয়োগ পেয়েছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে যান।

প্রথমে মামলা শোনা হয় একক বেঞ্চে, পরে তা যায় বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চে। বিচারপতি বসু জানান, রাজ্যের তৈরি এসওপি সবার সমানাধিকার রক্ষা করার জন্যই। সেই নিয়ম ভেঙে কাউকে বঞ্চিত করা যায় না। সংবিধানের ১৪ নম্বর ধারাও তা মান্য করে। এরপর ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়—অনিকেতের পোস্টিং হবে আরজি করেই।

এই রায়কে (Aniket Mahato) চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও সেখানে আদালত হাইকোর্টের রায়ই বজায় রাখে। উল্লেখযোগ্য, তিলোত্তমার ঘটনায় চিকিৎসকদের আন্দোলনে অন্যতম মুখ ছিলেন অনিকেত মাহাতো। অনশন-আন্দোলনেও ছিলেন সক্রিয়। তাঁর ধারণা, সেই আন্দোলনের কারণেই কি তাঁকে রায়গঞ্জে পাঠানো হয়েছিল? তাঁর এই সন্দেহ আরও জোরালো হল আদালতের রায়ের পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts