খাস কলকাতার টালিগঞ্জে কালীপুজোর (Tollygunge Violence) রাতে চাঞ্চল্যকর ঘটনা। শব্দবাজির প্রতিবাদ করায় প্রকাশ্য রাস্তায় মহিলাদের বেল্ট খুলে মারধরের অভিযোগ উঠেছে। এমনকি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগও রয়েছে। আক্রান্তদের দাবি, তারা পুলিশকে (Tollygunge Violence) ফোন করলেও সাহায্য পাননি।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে টালিগঞ্জের (Tollygunge Violence) এক আবাসিক এলাকায়। কালীপুজোর বিসর্জন চলাকালীন শব্দবাজি ফাটানো নিয়ে শুরু হয় বচসা। আক্রান্ত পরিবারের অভিযোগ, এলাকার কিছু যুবক বারবার বাড়ির সামনে শব্দবাজি ফাটাচ্ছিল। প্রতিবাদ করতে গিয়ে বিপদে পড়েন এক মহিলা (Tollygunge Violence)। তাঁর কথায়, “আমি শুধু বলেছিলাম বাচ্চাটার হার্টের প্রবলেম আছে, একটু দূরে ফাটান। এই কথাতেই ওরা গালাগাল শুরু করে দেয়। ঠাকুরের বিসর্জন শেষ হতেই দলবল নিয়ে তাড়া করে আসে। উঠোন থেকে আমাদের মারতে মারতে ঘরে ঢোকে।”
প্রতিবাদী পরিবারের (Tollygunge Violence) আরও দাবি, ওই যুবকেরা লোহার বাঁশ নিয়ে ২৫-৩০ জনের দল বেঁধে বাড়িতে হামলা চালায়। দরজা বন্ধ করে ভিতরে থাকা মহিলাদের ও শিশুদের টেনে বের করা হয়। “আমার ভাইয়ের বউ বাচ্চা নিয়ে ঘরে বসেছিল, ওরা এক লাথি মেরে দরজা খুলে ঢুকে পড়ে। আমার কোমরে বেল্টের আঘাত লেগেছে। বেল্ট খুলে, বাঁশ নিয়ে পেটাতে থাকে। শুধু বলার জন্যই— শব্দবাজি একটু দূরে ফাটান।” এমনটাই অভিযোগ আক্রান্তের।
অভিযোগ, পুলিশকে (Tollygunge Violence) একাধিকবার ফোন করলেও তাৎক্ষণিক সাহায্য মেলেনি। পরিবারের দাবি, “আমরা অনেকবার ফোন করেছি, কিন্তু পুলিশ বলেছে— বিসর্জনে ব্যস্ত, এখন ফোর্স নেই।” ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। তিনি বলেন, “বাড়িটা একেবারে তছনছ করে দিয়েছে। গ্যাস সিলিন্ডার পর্যন্ত ভেঙে দিয়েছে। বীভৎস অবস্থা। সঙ্গে সঙ্গে আমি থানায় খবর দিই। যারা হামলা করেছে, তাদের পুলিশ ধরে নিয়ে যায়।”
টালিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এখন পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকার বাকি দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।
এই ঘটনাকে ঘিরে দক্ষিণ কলকাতার বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভ। প্রশ্ন উঠছে— উৎসবের রাতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলেঢালা কেন? সাধারণ মানুষের অভিযোগ, উৎসবের দিনে প্রশাসনের ‘উদাসীনতা’ই এই ধরনের তাণ্ডবের জন্ম দিচ্ছে।
টালিগঞ্জের এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। ভিডিও ও আক্রান্তের বক্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনদের প্রশ্ন— “কলকাতার হৃদয়ে এমন বর্বরতা! তাও কালীপুজোর রাতে!”






