সিএএ-তে নাগরিকত্বের আবেদন করা হাজারো মতুয়া ও অন্যান্য আবেদনকারীর ভোটাধিকার নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হল। সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাগরিকত্ব নিশ্চিত হওয়ার আগে কেউই ভোটার তালিকায় নাম তোলার দাবি করতে পারেন না। অর্থাৎ যাঁদের আবেদন এখনও খতিয়ে দেখা চলছে, তাঁরা আপাতত ভোট দিতে পারবেন না (Supreme Court)।
নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতে আসা এবং নির্দিষ্ট শর্ত পূরণ করা মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন (Supreme Court)। কিন্তু তাঁদের আবেদন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সরকার তাঁদের ভারতীয় নাগরিক বলে গণ্য করে না। ফলে ভোটাধিকারও মিলতে পারে না। নির্বাচন কমিশনও আগেই জানিয়েছিল, যাঁদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন চলছে তাঁদের নাম কোনওভাবেই ভোটার তালিকায় রাখা যাবে না (Supreme Court)।
এই অবস্থায় ‘আত্মদীপ’ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন জানায় যে, নাগরিকত্বের চূড়ান্ত সিদ্ধান্তের আগে অন্তত এসআইআর প্রকাশের পর তাঁদের নাম সংশোধিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। পাশাপাশি কেন্দ্রকে সিএএ আবেদনগুলি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়ারও অনুরোধ জানানো হয়। সংস্থার পক্ষ থেকে আইনজীবী করুণা নন্দী এই আবেদন করেন (Supreme Court)।
কিন্তু সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দেয়, নাগরিকত্ব নিশ্চিত না হলে ভোটাধিকার দেওয়ার প্রশ্নই ওঠে না। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ বলেন, প্রথমে নাগরিকত্ব, তারপর ভোটারের মর্যাদা—এই নিয়মেই চলতে হবে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে কমিশনের কোনও ভূমিকা নেই। পুরো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারের।
তবে আশার আলো একটাই—সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে। এক সপ্তাহের মধ্যে কেন্দ্রের অবস্থান জানাতে বলা হয়েছে। আগামী সপ্তাহে ফের শুনানি হবে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র যদি দ্রুত নাগরিকত্ব প্রদান প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেয় এবং তা ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হয়, তবে আবেদনকারীরা ভোট দিতে পারবেন। কিন্তু তার আগে নাগরিকত্ব নিশ্চিত হওয়াই বাধ্যতামূলক।













