Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাংলায় SIR শুরু হওয়ার আগেই BLO-দের ওপর হামলার অভিযোগ! উদ্বেগ বাড়ছে কমিশনে
রাজ্য

বাংলায় SIR শুরু হওয়ার আগেই BLO-দের ওপর হামলার অভিযোগ! উদ্বেগ বাড়ছে কমিশনে

Gyanesh kumar
Email :2

রাত পোহালেই বাংলায় শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR। কিন্তু তার আগেই বাংলাজুড়ে ছড়িয়েছে উত্তেজনা (SIR West Bengal)। একের পর এক জায়গায় BLO (Booth Level Officer) দের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠছে। অভিযোগ, বাড়ি বাড়ি ভোটার যাচাইয়ের কাজ শুরুর আগেই BLO-দের ভয় দেখানো হচ্ছে, কোথাও বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, আবার কোথাও প্রলোভন দেখিয়ে নির্দিষ্টভাবে নাম তোলার চাপ দেওয়া হচ্ছে। কলকাতার খিদিরপুর, গুলশন কলোনির মতো এলাকাতেও এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়— BLO-দের নিরাপত্তা নিয়ে কি কোনও পদক্ষেপ নিচ্ছে কমিশন (SIR West Bengal)? তাঁর জবাব, “আশা করি এরকম কোনও পরিস্থিতি তৈরি হবে না যেখানে কমিশনকে হস্তক্ষেপ করতে হবে। যদি কোনও ঘটনা ঘটে, সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন নিশ্চয় পদক্ষেপ করবে।”

তিনি আরও বলেন, “সংবিধান বলছে, রাজ্যে নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে গেলে, নির্বাচন কমিশনের যত কর্মী দরকার হয়, তা রাজ্য সরকার ডেপুটেশন দিয়ে দিতে বাধ্য। আর সেই কর্মীদের নিরাপত্তা দেওয়া— সেটিও রাজ্যেরই দায়িত্ব।”

বাংলায় BLO-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ (SIR West Bengal)। তাঁদের দায়িত্ব ভোটারদের বাড়িতে গিয়ে নাম যাচাই করা, নতুন নাম সংযোজন বা সংশোধনের ফর্ম দেওয়া, এবং ভোটার তালিকার বাস্তবতা যাচাই করা। কিন্তু নির্বাচনী কাজ শুরুর আগেই BLO-দের একাংশের অভিযোগ— তাঁদের ওপর রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে। তাঁদের বলা হচ্ছে, যেভাবেই হোক আধারের সঙ্গে নাম মেলাতে হবে, নইলে ঝামেলা হবে। এমনকি BLO সংগঠনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সেনা নিরাপত্তা দেওয়ার দাবিও জানানো হয়েছে।

প্রশ্ন উঠছে— যেখানে এখনও পর্যন্ত এনুমারেশন ফর্মই ছাপা হয়নি, সেখানে কীভাবে BLO-দের হুমকি দেওয়া হচ্ছে? বিশেষত শহরের এমন এলাকাগুলিতে যেখানে আইনশৃঙ্খলা বজায় রাখা সহজ নয়, সেখানে এই অভিযোগ নতুন করে প্রশাসনের ভাবনা বাড়াচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের এই অবস্থান একদিকে রাজ্যের ওপর সাংবিধানিক দায়িত্বের বোঝা চাপাচ্ছে, অন্যদিকে কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়েও নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। তৃণমূল আগেই হুঁশিয়ারি দিয়েছে— একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও তারা রাস্তায় নামবে। তার মধ্যেই BLO-দের হেনস্থার অভিযোগে SIR প্রক্রিয়া শুরুর আগেই রাজনৈতিক উত্তাপ বেড়ে গিয়েছে বহুগুণ।

একই সঙ্গে প্রশ্ন উঠছে— যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে ভোটার যাচাইয়ের কাজে প্রশাসনিক নিরপেক্ষতা কতটা বজায় থাকবে? নির্বাচন কমিশন আপাতত রাজ্যের ওপর আস্থা রাখলেও, রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন— মাটির পরিস্থিতি অন্য ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts