Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • Teachers Protest: তৃণমূল নেতাকে দেখেই চাকরিহারা শিক্ষকদের ‘চোর’ ‘চোর’ স্লোগান! মেজাজ হারালেন সব্যসাচী দত্ত
রাজ্য

Teachers Protest: তৃণমূল নেতাকে দেখেই চাকরিহারা শিক্ষকদের ‘চোর’ ‘চোর’ স্লোগান! মেজাজ হারালেন সব্যসাচী দত্ত

Email :49

বৃহস্পতিবার চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ (Teachers Protest) কর্মসূচিতে উত্তাল হল সল্টলেকের বিকাশ ভবন চত্বর। চাকরির দাবিতে বিক্ষোভরত শিক্ষকদের(Teachers Protest) সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পাশাপাশি, রাজনৈতিক উত্তেজনাও চরমে ওঠে। বিক্ষোভস্থলে গিয়ে চাকরিহারাদের ক্ষোভের (Teachers Protest) মুখে পড়েন বিধাননগর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।

চাকরিহারারা তাঁকে ঘিরে তীব্র স্লোগানে বিদ্ধ করেন — “চোর, চোর” ধ্বনিতে মুখরিত হয় এলাকা। এরপরেই উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, সব্যসাচী দত্ত নিজে আন্দোলনকারীদের দিকে তেড়ে যান, এবং তাঁর সঙ্গে থাকা অনুগামীরা চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের হেলমেট দিয়ে মারধর করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, পুলিশ ও নিরাপত্তারক্ষীরা কোনওরকমে তাঁকে ভিড় ঠেলে সরিয়ে নিয়ে যান।

চাকরিহারা আন্দোলনকারীদের একাংশ জানায়, “আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম। একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর উচিত ছিল আমাদের কথা শোনা। কিন্তু উনি উল্টে আমাদের ওপর হামলা করলেন। তাঁর অনুগামীরা গায়ের ওপর চড়াও হল। এটা গণতান্ত্রিক অধিকার হরণ।”

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব্যসাচী দত্ত বলেন, “ভাই, আমার গাড়ি যদি আমার ওয়ার্ডে আটকাও, তাহলে তো আদর করবে না!” — এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছে বিতর্ক।

চাকরিহারা শিক্ষকদের দাবি, “আমরা নেতা-মন্ত্রী ধরে চাকরি পাইনি, ঘুষ দিইনি। তাহলে কেন বারবার পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে?” তাঁরা বলেন, রাজ্যে যাঁদের অবৈধভাবে নিয়োগ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং আন্দোলনকারীদের দমন করা হচ্ছে।

বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তাদের দাবি, মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে, না হলে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে বিক্ষোভ চলবে।

স্লোগানে মুখরিত হয় এলাকা — “We Want Justice!” নিরাপত্তা ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার দাবিতে আরও জোরদার হচ্ছে চাকরিহারাদের আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts