Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • রেড রোডে ভয়াবহ সকাল! একের পর এক ল্যাম্পপোস্টে ধাক্কা, উল্টে গেল বিলাসবহুল গাড়ি
রাজ্য

রেড রোডে ভয়াবহ সকাল! একের পর এক ল্যাম্পপোস্টে ধাক্কা, উল্টে গেল বিলাসবহুল গাড়ি

car accident
Email :1

সাত সকালে কলকাতার রেড রোডে ভয়াবহ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য (Car accident)দ্রুতগতিতে ছুটে আসা একটি বিলাসবহুল গাড়ি একের পর এক ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে প্রায় ৭০০ থেকে ৮০০ মিটার এগিয়ে গিয়ে শেষে উল্টে যায় (Car accident)গাড়িতে থাকা দুই আরোহী এবং রাস্তায় কাজ করা দুই সাফাইকর্মী গুরুতর জখম হয়েছেনপ্রত্যেককেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

পুলিশ জানাচ্ছে, গাড়িটি এসএসকেএম হাসপাতালের দিক থেকে ভিক্টোরিয়ার দিকে যাচ্ছিল (Car accident)। রেস কোর্সের সামনে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরপর কয়েকটি ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা দেয়। সেই সময় রাস্তা পরিষ্কারের কাজ করছিলেন দুই সাফাইকর্মীগাড়িটি তাঁদেরও ধাক্কা মারে। ধাক্কাধাক্কির পর গাড়িটি উল্টে গেলে সামনের অংশ পুরো দুমড়ে-মুচড়ে যায় (Car accident)

দুর্ঘটনার সময় গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় আরোহীরা আরও বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। হেস্টিংস থানার পুলিশ গাড়িটি আটক করে থানায় নিয়ে গেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। চালক মাদকাসক্ত ছিলেন কি না, গতি কত ছিল, সবদিকই পরীক্ষা করা হচ্ছে। গাড়িচালকআরোহীরা সুস্থ হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

শহরে ভোরবেলা এবং সকালে বহু গাড়ি অস্বাভাবিক গতিতে ছুটে যায় বলে অভিযোগ রয়েছে। রেড রোডের এই ভয়াবহ দুর্ঘটনা সেই প্রশ্ন আরও একবার সামনে এনে দিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts