কলকাতার অভিজাত পার্ক স্ট্রিট (Park Street) এলাকায় ফের ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। ঘটনাটি যেমন লজ্জাজনক, তেমনই ভয়াবহ। ১৩ বছর আগের পার্ক স্ট্রিট (Park Street) গণধর্ষণকাণ্ডের স্মৃতি যেন ফিরে এল আবার। এবার অভিযোগ উঠেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক গৃহবধূকে ধর্ষণ এবং তার ছবি তুলে ব্ল্যাকমেল করার মতো জঘন্য অপরাধের। পুলিশের হাতে ইতিমধ্যেই ধরা পড়েছে অভিযুক্ত। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয় (Park Street) ।
ঘটনার সূত্রপাত প্রায় একমাস আগে। বীরভূমের বাসিন্দা এক গৃহবধূর স্বামীকে একটি বিস্ফোরণের মামলায় গ্রেফতার করে এনআইএ (Park Street) । অভিযোগকারিণী জানান, তাঁর স্বামীর জামিনের জন্য স্থানীয় রাজনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে তিনি পৌঁছন মনিবুর রহমান নামে এক নেতার কাছে। মনিবুর জানান, তিনি জামিনের বিষয়ে চেষ্টা করবেন, তবে “বিশদ আলোচনা” করতে হবে কলকাতায়। গৃহবধূর দাবি, সেই নির্দেশ অনুযায়ী তিনি কলকাতায় এসে পার্ক স্ট্রিটের (Park Street) এক অভিজাত হোটেলের ঘরে পৌঁছন। কিন্তু সেখানেই ঘটে ভয়াবহ ঘটনা।
অভিযোগ, হোটেলের ঘরে ডেকে নিয়ে তাঁকে ধর্ষণ করেন মনিবুর রহমান (Park Street) । শুধু তাই নয়, সেই ঘটনার ছবি ও ভিডিও তুলে রাখা হয় বলে অভিযোগ। পরে তা দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেল করার চেষ্টা চালান তিনি। ঘটনার পর স্বামী জামিনে ছাড়া পান। ধীরে ধীরে সত্য সামনে আসে। স্ত্রীর কাছে পুরো ঘটনা জানতে পেরে স্বামীই বলেন—আইনের দ্বারস্থ হতে হবে।
এরপর ওই গৃহবধূ সাহস করে পৌঁছন পার্ক স্ট্রিট থানায়। বিস্তারিত অভিযোগ জানালে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অভিযুক্ত মনিবুর রহমানকে বীরভূম থেকে গ্রেফতার করে। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত তাঁকে আদালতে পেশ করে।
রাজনৈতিক প্রভাব খাটিয়ে একজন মহিলাকে এমনভাবে ফাঁদে ফেলা এবং তার ভিডিও তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, পার্ক স্ট্রিটের মতো নিরাপত্তা ঘেরা অঞ্চলে এমন অপরাধ কীভাবে বারবার ঘটে চলেছে?