Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভাষা আন্দোলন আবার হবে!”—হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে রণহুঙ্কার দিলেন মমতা
রাজ্য

ভাষা আন্দোলন আবার হবে!”—হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে রণহুঙ্কার দিলেন মমতা

mamata banerjee 21 july
Email :26

একুশে জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় আয়োজিত সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্যের শুরুতেই তিনি স্মরণ করেন ১৯৯৩ সালের শহিদদের, বলেন (Mamata Banerjee), “গত ৩৩ বছর ধরে আমরা এই দিনটিকে শহিদ তর্পণের মাধ্যমে গণতন্ত্র দিবস হিসেবে পালন করি। সেদিন এই রাস্তাতেই ঝরেছিল তেরোটি তাজা প্রাণের রক্ত। সেই রক্তের দামে বাংলায় গণতন্ত্র টিকেছে। সেই সংগ্রাম আজও চলছে, চলবে ততদিন, যতদিন না দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করতে পারছি।”

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সরাসরি বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, “এই রাজ্যে গণতন্ত্রকে শেষ করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র। নির্বাচন কমিশন থেকে শুরু করে গদি মিডিয়া—সব একসঙ্গে মিলে ষড়যন্ত্র করছে। কেন্দ্র সরকার বিজেপি-শাসিত রাজ্যগুলোতে এমন নোটিফিকেশন জারি করেছে, যাতে কারও উপর সন্দেহ হলে এক মাসের জন্য তাঁকে জেলে রাখা যাবে, তৈরি করা হচ্ছে ডিটেনশন ক্যাম্প।”

তিনি (Mamata Banerjee) আরও দাবি করেন, “বাংলা ভাষা, খাদ্যাভ্যাস—সব কিছুর উপরেই চলছে আগ্রাসন। কে ডিম-মাছ-মাংস খাবে, তাও ওরা ঠিক করে দিচ্ছে। ওরা বাংলার সংস্কৃতি, মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে চায়।” মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, তাঁর কাছে স্পষ্ট তথ্য আছে যে, এই চক্রান্তের ফলে হাজার হাজার মানুষকে বাংলাদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে।

এনআরসি প্রসঙ্গেও বিজেপিকে তুলোধোনা করেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। বলেন, “আসাম সরকার মতুয়া ও রাজবংশীদের উপর চরম অত্যাচার চালাচ্ছে। উত্তর-পূর্ব ভারতে এনআরসি চালু করে বাংলাভাষীদের নাম কেটে দিচ্ছে। আমি রাজবংশী ভাই উত্তমকে বলব, এসো, আমার সঙ্গে থাকো, আমরা একসাথে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ব।” তিনি এও দাবি করেন, রোহিঙ্গা নিয়ে ভুয়ো তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি।

বিভিন্ন রাজ্যে ছাত্রীর উপর অত্যাচার ও খেলোয়াড়দের প্রতি অবমাননার প্রসঙ্গ তুলে বলেন, “বাংলায় কেউ অন্যায় করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। কিন্তু উত্তর ভারতে এক ছাত্রীর উপর অত্যাচারের পরও, তাঁকে রক্ষা করতে বিজেপি নেতারা চুপ। বরং অত্যাচারীকে এমপি টিকিট দেওয়া হয়েছে। ব্রিজভূষণের মতো লোককে ভারত রত্ন দিতে চাইছে ওরা!”

মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা বলছেন বাংলায় কাজ নেই, তাই বাইরে চলে যাচ্ছে মানুষ। ২০২৫ সালের ভুয়ো তথ্য দিয়ে বলছে তিন হাজার পাঁচশো জন বাংলা ছেড়েছে! এটা মিথ্যা প্রচার ছাড়া আর কিছু নয়।”

বিজেপি-বামফ্রন্টের সমালোচনায় একত্রে তোপ দাগিয়ে বলেন, “বামেরা সোশ্যাল মিডিয়ায় টাকা খরচ করে বসে আছে। আগে কাটমানি খাওয়া যারা দেখিয়েছে, তারাই এখন বড় বড় কথা বলছে। বিজেপি এখন সেই পথেই হাঁটছে।” তিনি কটাক্ষ করে বলেন, “তোমরা সাধু নাকি? বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছে ওরা, কারণ বাংলাকে ভয় পায়।”

ভাষা ও জাতীয়তাবাদের প্রসঙ্গে মমতা বলেন, “আমি হিন্দি ভালোবাসি, কিন্তু অন্য ভাষার অপমান বরদাস্ত করব না। দরকার হলে ভাষা আন্দোলন গড়ে উঠবে আবারও। বাংলায় কথা বলার অপরাধে মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে। বিদ্যুৎ, জল বন্ধ করে দিচ্ছে দিল্লিতে।” তাঁর হুঁশিয়ারি, “বাঙালির উপর অত্যাচার হলে লড়াই পৌঁছাবে দিল্লির দরজায়। মনে আছে তো নন্দীগ্রামের আন্দোলন? এবারও প্রস্তুত থাকুন, আমরা আবার লড়ব।”

সর্বশেষে মুখ্যমন্ত্রীর মন্তব্যে উঠে আসে আন্তর্জাতিক রাজনীতি। বলেন, “আপনাদের সব কিছু নিয়ন্ত্রণ করছে আমেরিকা প্রেসিডেন্স। আপনি না হিন্দু, না মুসলমান, না কিছু। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় বড় কথা বলছেন, অথচ দখল করতে পারলেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts